সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- উৎসবের মরসুম চলছে। আর এর মধ্যেই সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ৩ শতাংশ ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। দীপাবলির আগেই ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণায় বেশ খুশি কেন্দ্রীয় সরকারের বর্তমান কর্মচারীরা এবং অবসরপ্রাপ্তরা। ৩ শতাংশ বাড়ার আগে কেন্দ্রের ডিএ ছিল ৪২ শতাংশ। ৩ শতাংশ বেড়ে তা হল ৪৫ শতাংশ। ডিএ কম হলেও দেওয়া হবে এরিয়ার। ২০২৪ সালের ১লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে এই ডিএ। এই ঘোষণার সঙ্গে একই হারে অর্থাৎ ৩% বাড়তে চলেছে ডিআর বা ডিয়ারনেস রিলিফ। যা অবসরপ্রাপ্ত কর্মীদের দেওয়া হয়ে থাকে।
৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে কোনও এন্ট্রি-লেভেল কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যাঁর নূন্যতম বেতন মাসে ১৮ হাজার টাকা, তিনি হাতে আরও ৫৪০ টাকা বেশি পাবেন। ১লা জুলাই থেকে কার্যকর হওয়ায় মিলবে এরিয়ারও। একজন কর্মচারী জুলাই, অগস্ট, সেপ্টেম্বরের এরিয়ার পাবেন। সাধারণত বছরে ২ বার মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হয়ে থাকে। বছরের মার্চ ও সেপ্টেম্বর মাস নাগাদ এই বৃদ্ধির ঘোষণা করা হয়ে থাকে। মূল্যবৃদ্ধির চাপ থেকে কর্মচারীদের বাঁচানোর জন্যই কনজিউমার প্রাইস ইনডেক্সের (consumer price index) সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ডিএ (DA) নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ৩ শতাংশ বাড়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র পার্থক্য হয়ে দাঁড়াল ৩৯ শতাংশ।