পুজোর মাসে ব্যাঙ্ক ছুটি ১৫ দিন: আরবিআই (RBI)
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আরজি করের ঘটনার জেরে প্রতিবাদীরা “উৎসবে ফিরব না” স্লোগান তুললেও অক্টোবর মাস মানেই যে উৎসবের মরসুম তা বলাই যায়। ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী দিয়ে শুরু হয় এই মাসের ছুটির তালিকা। দুর্গাপুজো, দীপাবলি, কালীপুজো সবই রয়েছে এই মাসে। প্রতি বছরই এই মাসে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকে ব্যাঙ্ক ছুটি কদিন! এক গুচ্ছ উৎসব ছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের শনি ও রবিবার এমনিতেই বন্ধ থাকে ব্যাঙ্ক। সেই তালিকাই প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের তরফে ছুটির পূর্ণাঙ্গ তালিকা জানানো হয়েছে। সেই তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি একত্রে মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জাতীয় ছুটির পাশাপাশি বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা ছুটির কারণে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ থাকছে।
- অক্টোবর ১- জম্মু ও কাশ্মীরে শেষ দফা বিধানসভা নির্বাচনের জন্য বন্ধ ব্যাঙ্ক
- অক্টোবর ২: গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে জাতীয় ছুটি
- অক্টোবর ৩: নবরাত্রি এবং মহারাজা অগ্রসেন জয়ন্তীর জন্য জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- অক্টোবর ৬: রবিবার (সাপ্তাহিক ছুটি)
- অক্টোবর ১০: মহাসপ্তমী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম ও নাগাল্যান্ডে ব্যাঙ্ক বন্ধ
- অক্টোবর ১১: মহানবমী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম ও নাগাল্যান্ডে ব্যাঙ্ক বন্ধ
- অক্টোবর ১২: দশেরা এবং সপ্তাহের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ
- অক্টোবর ১৩: রবিবার (সাপ্তাহিক ছুটি)
- অক্টোবর ১৪: দশেরা উপলক্ষ্যে গ্যাংটকের ব্যাঙ্ক বন্ধ
- অক্টোবর ১৬: লক্ষ্মীপুজো (ত্রিপুরা, কলকাতায় বন্ধ ব্যাঙ্ক)
- অক্টোবর ১৭: মহর্ষি বাল্মীকি জয়ন্তী, কাটি বিহুর কারণে কর্ণাটক, অসম ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ
- অক্টোবর ২০: রবিবার (সাপ্তাহিক ছুটি)
- অক্টোবর ২৬: চতুর্থ সপ্তাহের শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ
- অক্টোবর ২৭: রবিবার (সাপ্তাহিক ছুটি)
- অক্টোবর ৩১: দীপাবলি, কালীপুজো, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, নরক চতুর্দশী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ, গুজরাট, কর্ণাটক ও দিল্লিতে ব্যাঙ্ক বন্ধ
বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, মোবাইল অ্যাপ এবং ব্যাঙ্কের ওয়েবসাইট খোলা থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।