অনুসূয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ শেখ হাসিনার মতো পরিণতি এবার মহম্মদ ইউনূসের। ফিরে এল পুরানো স্মৃতি। বিক্ষোভের মুখে পড়তে হল এবার ইউনূসকে। দায়িত্ব নেওয়ার দেড়মাসের মধ্যে কী এমন হল? যে তাঁর বাসভবনের সামনে চলল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে চলল কাঁদানে গ্যাস।
এখনও ফিকে হয়নি বাংলাদেশের ছাত্র আন্দোলনের সেই ছবি। টানা প্রায় একমাস চলেছে সেই আন্দোলন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্র-জনতা। কার্যত ছাত্র-জনতার রোষের মুখে শেষ পর্যন্ত ৫ অগাস্ট পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। শুধু পদ নয়, বাধ্য হন দেশ ছাড়তেও।হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা হন মহম্মদ ইউনূস। হাসিনা দেশ ছাড়ার পর অনেকের পছন্দের তালিকায় ছিলেন মহম্মদ ইউনূস। এখানেই আন্দোলনে ইতি পড়বে বলে মনে করা হয়েছিল। তবে বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও থামল না আন্দোলনের আঁচ।
এবার বিক্ষোভের মুখে কাকে পড়তে হল জানেন ? এবার বিক্ষোভের মুখে পড়লেন মহম্মদ ইউনূস। সোমবার থেকে শুরু হয় আন্দোলন।
আন্দোলনের কারন…
১. সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে এবার আন্দোলন
২. বয়সসীমা ৩১ থেকে ৩৫ করার দাবিতে ফের ঢাকার রাজপথে নতুন করে শুরু হল আন্দোলন
জুলাই-অগাস্ট মাসের অস্থিরতা থেকে মুক্ত হতে পারেনি বাংলাদেশ। তার মধ্যেই ফের বিক্ষোভ। আবার সেই বিক্ষোভের মধ্যে পড়তে হল এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে।
সোমবার সকালে ঢাকার শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে পদযাত্রা এগোয় মহম্মদ ইউনূসের সরকারি বাসভবনের দিকে। বাংলাদেশের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ পুলিশ। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনা প্রাঙ্গন দখল করার চেষ্টা করেন আন্দোলনকারীরা। মিছিল এগোতে থাকে সামনের দিকে। তখন মোতায়েন করা পুলিশ মিছিল বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। শেষ পর্যন্ত মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। ছোঁড়া হয় রবাট বুলেট।সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর জন্য এর আগেও আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে। তখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার। এইরকম বেশ কয়েকটি আন্দোলন হয়েছিল তাঁর সময়। যদিও হাসিনা সরকার সেই দাবি কখনও মানেনি।
এখন পাল্টেছে পরিস্থিতি। সরকারে নেই মুজিব কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ। তবে মাস দুয়েক আগে বাংলাদেশে যে রাজনৈতিক সংকট দেখা গিয়েছিল, তা থেকে সম্পূর্ণ বের হতে পারেন পড়শি দেশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সোমবারই ঢাকার আশোয়ালিয়ায় বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখান পোষাক শ্রমিকরা। চলে দোকানপাট ভাঙচুর। পরিস্থিতি বেরিয়ে যায় হাতের নাগালের বাইরে। গুলি চালায় পুলিশ। সেই গুলিতে মৃত্যু হয়েছে এক শ্রমিকের।এই ঘটনায় আবার ফিরে আসছে দুমাস আগের বাংলাদেশের স্মৃতি।