ঘূর্ণিঝড় ডানাকে কেন্দ্র করে এই মুহুর্তে রাজ্যজুড়ে প্রস্তুতি চূড়ান্ত মাত্রায়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ রেলের। আগামীকাল ৮টার পর থেকে শিয়ালদহ শাখায় পাওয়া যাবে না লোকাল ট্রেন
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ২৪ তারিখ রাত ৮ টার পর থেকে শিয়ালদা স্টেশনের কোন শাখা থেকে কোন লোকাল ট্রেন ছাড়া হবে না। এমনটাই জানালেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। পাশাপাশি হাসনাবাদ এবং নামখানা থেকে ২৪ তারিখ রাত ৮ টার পর থেকে কোন ট্রেন ছাড়া হবে না। ২৪ তারিখ শিয়ালদা স্টেশনে শেষ ট্রেন পাওয়া যাবে রাত আটটায়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত জানানো হলো পূর্ব রেলের তরফ থেকে।
রেলসূত্রে খবর, বুধবার বাতিল হয়েছে শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, পুরী-জয়নগর এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। বৃহস্পতিবার বাতিল কলকাতা-পুরী স্পেশাল এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস সহ কিছু দূরপাল্লার ট্রেন। শুক্রবার বাতিল করা দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস। মূলত সাউথ ডিভিশন প্রায় ১৬০ টি ট্রেন বাতিল।
ইস্ট কোস্ট রেলওয়ের নির্দেশে, বাতিল করা হচ্ছে কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস ১২৫৫২, যা ২৩ তারিখে ছাড়ার কথা ছিল। ২৪ তারিখের পটনা এরনাকুলাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া ২৪ তারিখে কলকাতা স্টেশন থেকে কলকাতা পুরী স্পেশাল ছাড়ার কথা ছিল, সেটি বাতিল। ২৫ তারিখ পুরী থেকে কলকাতা স্টেশনে যে ট্রেনটি ফেরার কথা ছিল, সেটিও বাতিল করা হচ্ছে। ২৩ তারিখ ডিব্রুগড় থেকে যে ট্রেনটি ছেড়ে কন্যাকুমারী যাওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হচ্ছে।
রেলের তরফে জানানো হয়েছে দক্ষিণ ভারতে যাতায়াতকারী প্রায় সব ট্রেনেই প্রভাব পড়তে পারে। যার মধ্যে রয়েছে পুরীগামী বন্দে ভারতও। হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে মোট ৮৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। ডাউনেও বাতিল ৯৩টি ট্রেন। সেখানেও একাধিক সুপারফাস্ট ট্রেন রয়েছে।