নাজিয়া রহমান, সাংবাদিক: অস্কার দৌড়ে জিততে সিনেমার নামই নাকি বদলে ফেলছেন কিরণ- আমির। ২০২৪ সালের “লাপাতা লেডিস’ দর্শকদের বেশ নজর কেড়েছে। সিনেমায় দেখানো হয়েছে ভারতের গাঁয়ের বধূ ঘোমটার আড়ালে যন্ত্রণাদায়ক কাহিনি। এবার এই কাহিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের দৌলতে পৌঁছে যাবে বিশ্বের দরবারে । সেরা বিদেশি ছবির বিভাগে পাঠানো হয়েছে কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত হিন্দি ছবি “লাপাতা লেডিজ’। যা নাম বদলে আসন্ন অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি নিচ্ছে ‘লস্ট লেডিজ’ নামে। ২০২৫ সালের অস্কার দৌড়ে জিততে কিনা সিনেমার নামটাই বদলে ফেললেন কিরণ-আমির । চলতি সপ্তাহে নিউ ইয়র্কে সেলেব্রিটি শেফ বিকাশ খান্না ‘লস্ট লেডিজ’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন। আর তিনিই সেই ছবির পোস্টার শেয়ার করে অস্কার দৌড়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আমির- কিরণকে। তবে এই নিয়ে বিতর্কও দানা বেঁধেছে।নেটিজেনদের একাংশ দাবি তুলেছিলেন, কেন পায়েল কাপাডিয়ার কানজয়ী ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে পাঠানো হল না? তবে সমস্ত বিতর্ককে উপেক্ষা করে অস্কারে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে ‘ লাপাতা লেডিজ’ টিম। বাস্তব কাহিনি অবলম্বনে গাঁয়ের বধূ’দের কথা যে দর্শকদের এত পছন্দ হবে, তা হয়ত আগে বুঝতে পারেনি সিনেমার কলাকুশলীরা। পাশাপাশি সিনেমায় স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টার মতো তরুণ তুর্কিদের নিয়ে কামাল দেখিয়েছেন পরিচালক কিরণ রাও। দর্শক, এমনকী সমালোচক মহলেও তুমুল প্রশংসিত হয়েছে কিরণ রাও পরিচালিত এই সিনেমা। তাই হয়ত আন্তর্জাতিক মঞ্চে উপযুক্ত কদর পেতে পরিচালক-প্রযোজক জুটি সিনেমার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন। তাই নাম বদল কে রাখা হচ্ছে “লস্ট লেডিজ’। এমনকি আমির খানের প্রযোজনা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই পরিবর্তিত নাম ঘোষণা করা হয়েছে। বিশ্বের দরবারে পরিচিতির জন্য ‘লাপাতা লেডিজ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘লস্ট লেডিজ’। এই নিয়ে সিনেমার নতুন পোস্টারও রিলিজ করেছেন আমির- কিরণ।