ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : ফের বিস্ফোরক আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। শিয়ালদহ আদালত চত্বরে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় চিৎকার করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়রাই বললেন, সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে।
সোমবার সরকার নয়, একেবারে প্রাক্তন সিপির নাম ধরে চিৎকার সঞ্জয় বলে, ‘আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল ও ডিসি স্পেশাল সাজিস (ষড়যন্ত্র) করে আমাকে ফাঁসিয়েছে আর সরকারও ওদের সাপোর্ট করছে।’ কেন ফাঁসিয়েছে? ‘ওরা কেন ফাঁসিয়েছে ওরা বলতে পারবে।’ আদালত থেকে বেরিয়েই বিস্ফোরক সঞ্জয় রায়।
কোর্ট থেকে বেরিয়ে যে সময় ধৃত সঞ্জয় রায়কে গাড়িতে তোলা হয়, শিয়ালদহ আদালতের গন্ডি পেরোতেই চিত্কার করে বলতে থাকে, ‘আমাকে বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বড় বড় অফিসাররা ফাঁসিয়েছে।’ এরপরই প্রাক্তন সিপি বিনীত গোয়েলের নাম উঠে আসে তার মুখে। প্রসঙ্গত, এদিন আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে চার্জ গঠন করা হয়। চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় ৩ ধারায় গঠন হয় চার্জ। সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে সঞ্জয় রায়ের।
এমন ঘটনা প্রথম নয়, আগেও একই ভাবে বিস্ফোরক সব অভিযোগ তুলেছিলেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। কিছুদিন আগেই শিয়ালদা কোর্ট চত্বরে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে সঞ্জয় বলেছিলেন, ‘এতদিন চুপচাপ ছিলাম। এতদিন কোনো কথা বলিনি। আমি রেপ বা খুন করিনি। আমাকে বলতে দেওয়া হয়নি সেখানেও। আমাকে নিচে নামিয়ে দিল। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। আমাদের ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে এসব করেছে।’ সেই সময়ও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত।
প্রসঙ্গত , গত ১৪ অগস্ট আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়কে হেফাজতে নেয় সিবিআই। ২৩ অগাস্ট আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়কে জেল হেফাজতে পাঠায় আদালত। তারপর থেকে জেলেই রয়েছে সঞ্জয়।