সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ইরান- ইজরায়েলের সংঘর্ষ যেন থামতেই চাইছে না। হিজবুল্লার শক্ত ঘাঁটি দক্ষিণ বেইরুটে লাগাতার আক্রমণ করছে ইজরায়েলি সেনা। নিজেদের এলাকাকে আইডিএফ মুক্ত করে সুরক্ষিত করার জন্য সমস্ত শক্তি লাগাচ্ছে ইরান ঘনিষ্ঠ হিজবুল্লা। আবারও শুরু হয়েছে ২ দেশের সীমান্তবর্তী এলাকার নতুন করে সংঘর্ষ। ইজরায়েলকে লক্ষ্য করে ২৫০টি রকেট ছুঁড়ল ইরান ঘনিষ্ঠ হিজবুল্লা।
প্রতিরোধকারী এই হামলায় এখনও পর্যন্ত ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইজরায়েলের ডিফেন্স সিস্টেম এই রকেট গুলির কয়েকটিকে প্রতিরোধ করতে পারলেও সবগুলিকে করা সম্ভব হয়নি। একসঙ্গে অনেকগুলি রকেট ছোঁড়ার ফলে সেগুলি ইজরায়েলের বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নেতানিয়াহুর দেশের বিভিন্ন এলাকা। এই প্রথম হিজবুল্লা দক্ষিণ ইজরায়েলের আশদুদ নাভাল বেসে এয়ারস্ট্রাইক করেছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে। এই নিয়ে দ্বিতীয় বার একসঙ্গে এতগুলো রকেট ছোঁড়া হয়েছে।
হিজবুল্লার বিরুদ্ধে প্রথম হামলা করার পর লেবানন থেকে ৩৫০ টি রকেট ছোঁড়া হয়েছিল। ইজরায়েলের ডিফেন্স ফোর্স ইতিমধ্যেই লেবাননের ৮৪ জনকে হত্যা করেছে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত ৩ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে ২ দেশের সংঘর্ষে বলে একটি রিপোর্টে উল্লেখ পাওয়া গেছে। ইজরায়েলের ৮২ জওয়ান এবং ৪৭ নাগরিক রয়েছে এই মৃতের তালিকায়। ইউরোপিয়ান ইউনিয়ন লেবানন সফরে গিয়ে ইজরাইলের সঙ্গে শান্তি চুক্তি করার চেষ্টা করে ব্যর্থ হয়।