সাংবাদিক: সুচারু মিত্র রাজ্যে ছয় কেন্দ্রের উপনির্বাচন শুরু হয়েছে সকাল সাতটা থেকেই। আপাত শান্তভাবেই শুরুটা হয়েছিল মাদারিহাট বিধানসভা কেন্দ্রেও। কিন্তু হঠাৎ করেই বেলা বাড়ার সাথে সাথেই উত্তেজনা ছড়ালো চা বাগানে। বিগত বেশ কয়েক বছর ধরে মাদারিহাট বিধানসভা বিজেপির দখলে। আর সেই গড়ে এবার ঘাসফুল ফোঁটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই যে হবে সেটা মাদারিহাটের সাধারণ মানুষও জানতেন। কিন্তু তাল কাটলো দুপুর সাড়ে বারোটা নাগাদ। মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার বেরিয়েছিলেন সকাল থেকেই বুথ পরিদর্শনে।
একজন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ভোট প্রক্রিয়া কেমন চলছে তা পরিদর্শন করতেই পারেন যেকোনো সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী সেই কাজটাই করছিলেন রাহুল লোহার। কিন্তু বেলা বাড়তেই তাল কাটলো। ঠিক যখন তিনি মাদারিহাটে মোজনাই চা বাগানে ১৪/৬২ নং বুথে প্রবেশ করার চেষ্টা করলেন তখনই তাল কাটলো। বুথে ঢুকতেই তাকে বাঁধা দেয় একদল দুষ্কৃতী। এরপর তাদের সঙ্গে বচসা তৈরি হয় রাহুল লোহারের। প্রার্থীকে হেনস্তা করা শুরু হয় দুষ্কৃতিদের তরফে। এখানেই শেষ নয়, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় লাঠি এবং বাঁশ দিয়ে। গাড়ি তছনছ করার পর রাহুল লোহার এর নির্বাচনী এজেন্টকেও মারধর করেন দুষ্কৃতীরা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের ইন্ধনে এই দুষ্কৃতীদের তান্ডব বুথের বাইরে। গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি।