সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: কয়েকদিন আগে উত্তরপ্রদেশের বেরেলিতে নির্মীয়মাণ সেতু থেকে নদীতে পড়ে যায় গাড়ি। গুগল ম্যাপের ভরসায় গাড়ি চালাচ্ছিলেন গাড়ির চালক। ঘটনায় মৃত্যু হয় চালকসহ ৩ জনের। এরপরেই প্রশ্ন ওঠে গুগল ম্যাপের নির্ভরযোগ্যতা নিয়ে। কোন ভরসায় গুগল ম্যাপকে বিশ্বাস করবে মানুষ তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। এই বছর বন্যার সময় বেরেলিতে নির্মীয়মান সেতুর একাংশ ভেঙে পড়ে। গুগল ম্যাপে তা আপডেট করা ছিল না।
শুধু তাই নয়, সেতুতে কোনও সতর্কতামূলক বোর্ডও ছিল না। এরফলে চালক ওই সেতুতে ভুলবশত চলে আসে। বেরেলি থেকে বদায়ুঁ যাচ্ছিল ওই গাড়িটি। পথে পড়ে ওই নির্মীয়মান সেতুটি। রামগঙ্গা নদীর উপরে ছিল এই সেতুটি। ঘটনার তদন্তে নেমে রাজ্যের পূর্ত দফতরের সঙ্গে কথা বলে তদন্তকারী আধিকারিকরা।
পাশাপাশি গুগল ম্যাপের দায়িত্বে থাকা এক আধিকারিকের সঙ্গেও কথা বলা হয়েছে। এই আধিকারিক ভারতের গুগল ম্যাপের দায়িত্বে রয়েছেন। এর আগেও কেরলে একইভাবে গুগল ম্যাপের ভরসায় গাড়িসহ নদীতে পড়ে মৃত্যু হয় দুই চিকিৎসকের। স্বাভাবিকভাবেই ভারতে গুগল ম্যাপের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।