সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: মাওবাদী কার্যকলাপে শীর্ষে ছত্তিসগড়। মাওবাদীদের একটি দল ওড়িশা হয়ে ছত্তিসগড়ে ঢুকছে বলে বৃহস্পতি ও শুক্রবারের মধ্যরাতে খবর পায় ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ড। খবর পেয়েই অপারেশনে সক্রিয় হয়ে ওঠে নিরাপত্তারক্ষীরা। ঘিরে ফেলা হয় ভেজ্জি এলাকা। মাওবাদীরা ঢুকতেই তাঁদেরকেও ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। এরপরেই শুক্রবার সকাল থেকে শুরু হয় মাওবাদীদের গুলিবর্ষণ। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। বেশ অনেকক্ষণ গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় ১০ মাওবাদীর। এখনও চলছে সংঘর্ষ। এলাকা থমথমে। ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন বস্তারের এক পুলিশ আধিকারিক পি সুন্দররাজ। ৩টি অটোমেটিক ফায়ার আর্মসসহ একাধিক অস্ত্র ওই এলাকা থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোন্টা ও কিস্তারাম এরিয়া কমিটির মাওবাদী সদস্যরা ওই এলাকায় ঢুকেছিল বলে খবর ছিল। গভীর জঙ্গলে লুকিয়ে ছিল মাওবাদীরা। সেখানেই চলে গুলির লড়াই।
ছত্তিসগড়ে বেশ কয়েক দিন ধরেই মাওবাদী নিকেশ অভিযানে মৃত্যু হয়েছে একাধিক মাওবাদীর। পাহাড় ঘেরা ঘন জঙ্গলে এখনও অনেক মাওবাদী গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে অনুমান নিরাপত্তা রক্ষীদের। তাই তাঁদের খোঁজে অভিযান জারি রয়েছে।