উপনির্বাচনে দুরন্ত ছক্কা। বিরোধীদের কোন জায়গাই দিল না তৃণমূল। এমনকি আরজিকর ইস্যুও এতটুকু ছাপ ফেলতে পারেনি নির্বাচনে। আর তার পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ে। স্পষ্ট জানিয়ে দিলেন ‘জমিদার নই, মানুষের পাহারাদার’,
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: এ যেন খানিকটা প্রত্যাশিতই ছিল। তবে তারপরও কিছুটা শঙ্কা ছিলই যে আরজিকর কান্ড কি কোন প্রভাব ফেলবে? কিন্তু না দেখা গেল মানুষের ভরসা মমতাই।
গণনা শুরু হতেই ট্রেন্ডিং দেখে বোঝা যাচ্ছিল সবুজ শুনামি শুধু সময়ের অপেক্ষা আর হলও তাই।বেলা গড়াতেই আছড়ে পড়ল সবুজ শুনামি। ফলপ্রকাশের পর সোশাল মিডিয়ায় প্রার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে মা-মাটি-মানুষকে এই জয়ের কাণ্ডারি বলে উল্লেখ করে মমতা লেখেন, ‘জমিদার নই, আমরা মানুষের পাহারাদার।’ এর পাশাপাশি অভিষেকও বিজেপিকে বিঁধতে ছাড়েননি তিনি বিজেপির ‘জমিদারি’ মনোভাবকে কটাক্ষ করলেন তীব্র ভাবে।
শনিবার গণনা যত এগিয়েছে, ততই সবুজ শিবিরের জয়ের রাস্তা মসৃণ হয়েছে। মাদারিহাটের বিজেপি গড়েও আজ সবুজ রঙের দাপট। আর তার পরই ছয় প্রার্থীর জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পোস্ট দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই ছক্কার কৃতিত্ব তিনি দিয়েছেন মা-মাটি-মানুষকে। সেইসঙ্গে লিখেছেন, ‘আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।’
অন্যদিকে আজ বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নিজের এক্স হ্যান্ডলে তিনি অভিযোগ তুলেছেন, বাংলার বিরুদ্ধে চক্রান্ত করতে কলকাতা হাই কোর্টেও গিয়ছিলেন বিরোধীরা। তা পুরোপুরি রাজনৈতিক স্বার্থপূরণের জন্যই ছিল। এর পাশাপাশি বিজেপি গড় মাদারিহাটেও তৃণমূল জেতায় সেখানকার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন অভিষেক