সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আন্দামানে মাছ ধরার ট্রলার থেকে মাদক উদ্ধার করে উপকূলরক্ষা বাহিনী। ৬ হাজার কেজি মাদক উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার ৬ মায়ানমারের নাগরিক। বিপুল পরিমাণ মাদক উদ্ধারে তাজ্জব আধিকারিকরা। এত পরিমাণ মাদক বঙ্গোপসাগর এলাকা থেকে আগে কখনও উদ্ধার করা হয়নি বলে জানা যাচ্ছে। ভারত এবং উপকূলবর্তী অন্যান্য কয়েকটি দেশে এই মাদক পাচার করা হচ্ছিল বলে মনে করছেন উপকূল রক্ষা বাহিনীর আধিকারিকরা। মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে মাদক।
৩ হাজার ছোট ছোট প্যাকেটে করে রাখা ছিল মাদক। এক একটি প্যাকেটের ওজন কম করে ২ কেজি। মেথাফেটামাইন নামক ওই মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য কয়েক কোটি টাকা। সিন্থেটিক ড্রাগ হিসেবে পরিচিত এই ধরনের মাদক। উপকূলরক্ষা বাহিনীর একটি বিমান বঙ্গোপসাগরের উপরে নজরদারি চালানোর সময় ট্রলারটিকে দেখতে পায় ওই বিমানের পাইলট। ট্রলারে গতিবিধি দেখে সন্দেহ হয় বিমানের পাইলটের। আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্যারেন দ্বীপের কাছাকাছি ওই ট্রলারটি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ট্রলারটি উপকূলরক্ষা বাহিনীর নজরে আসার পরই তার গতি কমাতে নির্দেশ দেয় বাহিনী, সতর্ক করা হয় ট্রলারটিকে। স্থলভাগের আধিকারিকদেরকেও সতর্ক করে বিষয়টি জানানো হয়। এরপরই ব্যারেন দ্বীপের কাছে ট্রলারটিকে আটক করা হয়। এরপরই তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে উপকূলরক্ষা বাহিনী।