সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- চলছে বিহারের সব থেকে বড় উৎসব ছট। এরই মধ্যে এই “ড্রাই স্টেটে” অবাক করা কাণ্ড। যা দেখে কার্যত স্তভিত পুলিশ। বিহারের মতো রাজ্যে, যেখানে মদ নিষিদ্ধ সেখানেই তেলের ট্যাঙ্কার ভর্তি মদ বাজেয়াপ্ত করল পুলিশ। বিহারে চোখের আড়ালে মদ বিক্রি হয়ে থাকে, এমনকী বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনাও বিহারে লেগেই আছে। যার কারণে বেআইনি মদ বিক্রি রুখতে তৎপর রয়েছে বিহার পুলিশ। সেই জন্যই চলছিল নাকা চেকিং। সেই নাকা চেকিংয়ে ধরা পড়ে তেলের ট্যাঙ্কার ভর্তি মদ। বিহারের মুজাফফরপুরে নাকা চেকিংয়ের সময় দেখা যায় ট্যাঙ্কার ভর্তি বিদেশি মদ। ট্যাঙ্কার সমেত প্রায় ৫ হাজার লিটার মদ বাজেয়াপ্ত করে বিহার পুলিশ। ছট উপলক্ষ্যে রাজ্যে এই বিপুল পরিমাণ মদ চোরাচালান করা হচ্ছিল। বলে অনুমান পুলিশের। আগে থেকেই মদের চোরাচালনের খবর ছিল পুলিশের কাছে। সেই খবরের পরিপ্রেক্ষিতে অহিয়াপুর থানা এলাকার বাখরি চকের কাছে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। নাগাল্যান্ডের নম্বরের একটি ট্যাঙ্কার চোখে পড়তে তা তল্লাশি শুরু করে পুলিশ। ট্যাঙ্কার খুলতেই তাজ্জব হয়ে যায় পুলিশ। ট্যাঙ্কারের গোপন বেসমেন্টে মদের কার্টন লুকিয়ে রাখা হয়েছে। বাজেয়াপ্ত মদের বাজার মূল্য আনুমানিক প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ৩ ব্যবসায়ীকে আটক করে পুলিশ। ৩ জনই পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা। বাজেয়াপ্ত মদ হিমাচল প্রদেশে তৈরি। ট্যাঙ্কারের ভিতরে মদের কার্টন ভরার জন্য গোপন চেম্বারও তৈরি করা হয়েছিল। কতদিন ধরে অভিযুক্ত ৩ ব্যবসায়ী মদের চোরাচালান করছে তা খতিয়ে দেখছে পুলিশ।