সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: নাইট ডিউটিতে প্যাট্রলিংয়ের সময় ৩ যুবকের হাতে কুপিয়ে খুন হতে হয় দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী থানার এক কনস্টেবলকে। মৃত কনস্টেবলের নাম কিরণ পাল। ঘটনার পর থেকেই সিসিটিভি দেখে ৩ যুবকের খোঁজ শুরু করে পুলিশ। ঘটনার দিনই গ্রেফতার করা হয় ২ অভিযুক্ত যুবক দীপক ম্যাক্স ও কৃষ গুপ্তাকে। তবে ঘটনার যুক্ত মূল অভিযুক্ত রাঘব অধরা ছিল। সূত্র মারফত পুলিশ জানতে পারে সঙ্গম বিহার এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে রাঘব। নিউ দিল্লি রেঞ্জের স্পেশাল সেলের একটি দল এবং নারকোটিক্স সেলের একটি দল যৌথভাবে দক্ষিণ-পূর্ব দিল্লির, সঙ্গম বিহার ও সুরজকুন্ড সংযোগকারী এলাকায় অভিযান চালায়। ঘিরে ফেলা হয় ওই এলাকা। অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। পুলিশকে জখম করে নিজেকে বাঁচাতে গুলি চালাতে থাকে অভিযুক্ত যুবক। পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে আহত হয় অভিযুক্ত। তৎক্ষণাত ওখলা এলাকার ইএসআই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে বলে ঘোষণা করে চিকিৎসকরা। একটি পিস্তল ও ২ টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। এনকাউন্টারের ঘটনায় কোনও পুলিশ কর্মী আহত হয়নি বলে জানা গেছে। প্রসঙ্গত, কনস্টেবল কিরণ পাল নাইট রাউন্ডের সময় ৩ যুবককে সন্দেহজনকভাবে একটি স্কুটিতে ঘুরে বেড়াতে দেখেন। সেই মুহূর্তে তিনি তাঁদের স্কুটি থামাতে বলেন। তাঁর কথার গুরুত্ব না দিয়ে ৩ যুবক তাঁকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে। তিনি সেই মুহূর্তে নিজের বাইক নিয়ে অভিযুক্ত যুবকদের পথ আটকে দাঁড়ান। তাঁদের স্কুটির চাবি খুলে নিয়ে তাঁদের প্রশ্ন করতে থাকেন। তখনই অতর্কিতে আক্রমণ করা হয় তাঁকে। কুপিয়ে খুন করা হয় তাঁকে। মৃত কনস্টেবলের সঙ্গে থাকা মহিলা কনস্টেবলের বুকে ও পায়ে ছুরিকাঘাত করা হয়। অভিযুক্তরা কোনও গ্যাংয়ের সদস্য কিনা খতিয়ে দেখা হচ্ছে।