নাজিয়া রহমান, সাংবাদিক – দৃষ্টিহীন পড়ুয়াদের বিশেষ উপহার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একজন দৃষ্টিহীন পড়ুয়া যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখন বিশ্ববিদ্যালয়টিকে চিনতে তাদের বেশির ভাগ সময় অন্যের উপর ভরসা করতে হয়।তাতে সময়ও লাগে। এবার তাদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের অন্দরমহলের গোটা ছবিটা স্পষ্টভাবে তুলে ধরতে তৈরি করা হয়েছে ব্রেইল মানচিত্র । বিশ্বে এই প্রথম কোনও মেশিন ছাড়া শুধুমাত্র হাতের গুণে তৈরি করা হল ব্রেইল ম্যাপ । এই কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া রামেশ্বর চক্রবর্তী এবং অস্ত্যর্থা দাস । ডিসেবিলিটি অ্যান্ড ইন্ডিয়ান লিটারেচারের প্রজেক্ট হিসাবে এই দু’জন পড়ুয়া ব্রেইল ম্যাপ তৈরি করার সিদ্ধান্ত নেন ।
তাদেরকে এই কাজে সাহায্য করেছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ ঈষাণ চক্রবর্তী। রামেশ্বর চক্রবর্তী এবং অস্ত্যর্থা দাস এই দুই পড়ুয়া কোন মেশিনের সাহায্য ছাড়াই হাতে কার্ড বোর্ড এবং স্ক্রু দিয়ে এই ম্যাপটি তৈরি করেন। মানচিত্রটির মধ্যে তুলে ধরা হয়েছে পাঁচটি গেট। এই প্রবেশপথ ধরে বিশ্ববিদ্যালয়ের কোথদয় কোথায় সহজে যাওয়া হবে তা অঙ্কিত হয়েছে। অরবিন্দ ভাবন হোক বা গান্ধীভবন, ইউজি বিল্ডিং হোক বা সায়েন্স বিল্ডিং সব জায়গায় সহজেই কারো সাহায্য ছাড়া পৌঁছে যেতে পারবেন দৃষ্টিহীন শিক্ষার্থীরা। প্রস্তুতকারকদের দাবি দেশের মধ্যে প্রথমবার কোনও বিশ্ববিদ্যালয়ে এমন কোনও মানচিত্র করা হল। এই ম্যাপ ইতিমধ্যেই নজর কেড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বর্তমানে এই ম্যাপ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট দিয়ে ঢুকে ইউজি বিল্ডিংএর একতালায় রাখা হয়েছে। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গাতেও রাখা হবে এই ম্যাপ বলেও জানা গেছে।