একাধিক প্যারোডি গান দিয়ে বিধানসভা নির্বাচনের সময় প্রচার করেছিল বামেরা। কিন্তু তাতে লাভ হয়নি কিছুই। ভোটব্যাংক ভরেনি তাই এবার ফের ইনকিলাবের পথেই হাঁটতে চলেছে বামেরা।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ২০২১ সাল, বিধানসভা নির্বাচনের জন্য চলছে পুরোদমে প্রচার। এই সময়ে ভাইরাল হল একটি গান। গান না বলে প্যারোডি বলা যথাযথ। বামেদের ব্রিগেডের আগে যে প্যারোডিতে বলা হল টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব। বামেদের কৌলিন্য ঝেড়ে তরুণ প্রজন্মের কথা তাদের মত করে বলতে গিয়ে প্রচারের পথ বদলেছিল তখন থেকেই বেশ কয়েকবার কিন্তু ভোটবাক্সে তার প্রতিফলন পড়েনি। তাই এবার ইনকিলাবের পথেই ফিরছে বামেরা। আগামী ১৫ নভেম্বর দীনেশ মজুমদার ভবনে খুলছে ইনকিলাব স্টল।তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য নয়া উদ্যোগ এসএফআইয়ের। পথ চলা শুরু করতে চলেছে ইনকিলাব বুকস্টল। যেখানে গল্প বইপড়া আলোচনা সবই করা যাবে। এর পাশাপাশি হবে বিভিন্ন বিষয়ের ওপর পডকাস্টও।
বামেদের চেনা কৌলিন্য ঝেড়ে তরুণ প্রজন্মের কথা তাদের মত করে বলতে গিয়ে প্রচারের পথ বদলেছিল ২০২১ সাল থেকেই কিন্তু ভোটবাক্সে তার প্রতিফলন পড়েনি। তাই এবার ইনকিলাবের পথেই ফিরছে বামেরা।১৫ তারিখ থেকেই পথ চলা শুরু করবে ইনকিলাব। এই মুহুর্তে সেই বুকস্টল বা আড্ডাজোন সাজিয়ে তোলার কাজ চলছে পুরোদমে। এই ঘরই আগামীতে লড়াইয়ের রুপরেখা তৈরি করতে পারবে কিনা তার উত্তর দেবে সময়