ঘূর্ণিঝড় ডানার পর আরও একবার ঘূর্ণিঝড়ের ভয়। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অত্যন্ত দ্রুত রুপান্তরিত হবে ঘূর্ণিঝড়ে। যার জেরে সতর্কতা জারি দুই রাজ্যে
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগের তুলনায় অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে এর পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।
ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসাবে তামিলনাড়ু এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওয়েদার আপডেটে বলা হয়েছে—
সতর্কতা জারি হওয়া দুই রাজ্যে ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উপকূলীয় জেলাগুলিতে জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
২৬ এবং ২৭ নভেম্বর বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু এবং পুদুচেরিতে।
৩০ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি জারি।
২৮ থেকে ৩০ নভেম্বর অবধি উপকূলীয় অন্ধ্র, ইয়ানাম এবং রায়লসীমার কিছু এলাকায় জারি অতি ভারী বৃষ্টির সতর্কতা