ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ না থাকায় মেট্রো চলাচল থমকে গিয়েছে। দমদম থেকে কবি সুভাষ ব্যাহত পরিষেবা।যাত্রীদের শোভাবাজারে নামিয়ে দেওয়া হয়েছে। তবে কবি সুভাষ থেকে দমদমের দিকে ট্রেন চলছে। শনিবার সকালে ৭ টা ৫-এ দমদম থেকে ছাড়া মেট্রোটি শোভাবাজার গিয়ে থেমে যায়। মেট্রো ও স্টেশনে ঘোষণা করা হয় আপাতত পরিষেবা বন্ধ।পরে জানানো হয়, শ্যামবাজার ও গিরিশ পার্ক স্টেশনের তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ না থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তার জেরে স্বাভাবিকভাবেই শোভাবাজারের পর বাকি স্টেশনগুলোতে ট্রেন ঢোকেনি। ভিড় বাড়তে থাকে সব স্টেশনেই। প্রায় ঘণ্টাখানেক পরিষেবা বন্ধ থাকে। অবশেষে পৌনে ৮টা নাগাদ ফের পরিষেবা শুরু হয়। এখন দুদিকেই পরিষেবা স্বাভাবিক রয়েছে।