রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা মেট্রোয় হুলস্থুল কাণ্ড। দুই মহিলার মধ্যে তীব্র বাক-বিতণ্ডার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যায়, মেট্রো রেলের কামরায় দুই মহিলা যাত্রী সফর করছিলেন। একজন হিন্দিভাষী, অন্যজন বাংলাভাষী। হিন্দিভাষী মহিলা চাইছেন বাংলাভাষী মহিলাও হিন্দিতে কথা বলবেন। তাঁর যুক্তি পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। যেহেতু ভারতের জাতীয় ভাষা হিন্দি তাই মহিলারও উচিত বাংলার পরিবর্তে হিন্দিতে কথা বলা। ভাষাকে কেন্দ্র করে দুই মহিলা যাত্রীর মধ্যে শুরু হয় বচসা।
বাংলায় অপমানিত বাংলা ভাষা !
হিন্দিভাষী মহিলা : আপনি ভারতে আছেন, বাংলাদেশে নয়, আপনি যদি বাংলা যানেন, তাহলে হিন্দি কেন নয় ?
বাংলাভাষী মহিলা : আমি পশ্চিমবঙ্গে থাকি, নিজের মাটিতে থাকি, তোর মাটিতে থাকি না
বাংলাভাষী মহিলা : উনি আমাকে অপমান করছেন, আমার মাটিতে বসে আমাকে অন্য ভাষায় অপমান করছেন
হিন্দিভাষী মহিলা : মেট্রো আপনার নয়, পশ্চিমবঙ্গ আপনার নয়
বাংলাভাষী মহিলা : পশ্চিমবঙ্গ আমার, মেট্রো আমার, আমার রাজ্যে আমার ট্যাক্সের টাকায় তৈরি, তোমার রাজ্যে নয়, তোমার ট্যাক্সের টাকায় নয়
হিন্দিভাষী মহিলা : আপনি ভারতে আছেন তো, পশ্চিমবঙ্গ ভারতেই তো ? ভারতের ভাষা কি হিন্দি
বাংলাভাষী মহিলা : পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে যুক্ত, সংবিধানের নিয়ম অনুযায়ী ভাষাভিত্তিক রাজ্য
হিন্দিভাষী মহিলা :: ভারতে থাকেন তবু হিন্দি জানেন না ?
বাংলাভাষী মহিলা : না আসে না, আমি বাংলায় থাকি বাংলায় বলব
হিন্দিভাষী মহিলা : আমি আপনার বিরুদ্ধে মামলা করব, আপনি আমাকে না বলে ভিডিয়ো করে যাচ্ছেন
বাংলাভাষী মহিলা : আপনি আমাকে বাংলাদেশি বলছেন, আমি একজন ভারতীয় এবং পশ্চিমবঙ্গে থাকি
এরপর পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। ঘটনার শিকার মহিলাকে বাংলাদেশি অ্যাখ্যা দেওয়া নিয়ে অনেকেই ক্ষোভে ফুঁসে উঠেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। দক্ষিণের রাজ্যগুলিতে যেভাবে স্থানীয় ভাষা না বললে তিরস্কার করা হয়, বাংলা তা নয়। কিন্তু সম্প্রতি এই ধরনের ঘটনা বাঙালির মধ্যে আরও বাংলা ভাষা প্রীতি জাগিয়ে তুলছে। তা বলার অপেক্ষা রাখে না।