নাজিয়া রহমান, সাংবাদিক: রাজধানী দিল্লিতে ক্রমশ বাড়ছে বায়ু দূষণেী মাত্রা। আবহাওয়াবিদদের মতে, দিল্লির বাতাসের “গুণমান ‘ খুব খারাপ পর্যায়ে পৌঁছে গেছে।ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব যাতে ব্যাঘাত ঘটতে বিমান চলাচলে। দেরি করে চলছে বিমান। দূষণের কারণে স্কুলগুলি ফের অনলাইন মুডে চলে যেতে বাধ্য হয়েছে।বায়ুদূষণের নিরিখে দিল্লি বরাবরই প্রথম সারিতে থাকে। এবছরও তার অন্যথা হয়নি। ক্রমশ খারাপ হচ্ছে বাতাসের গুণমান। আর তা নিয়ন্ত্রণে রাখতেই কড়াকড়ি প্রশাসন।এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন রবিবার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান এর চতুর্থ পর্যায়ের আওতায় থাকা যাবতীয় পদক্ষেপ লাগু করার আহ্বান জানিয়েছে। সোমবার থেকে দিল্লি এনসিআর- এ চালু হয় এই নিয়ম। সিভিয়ার প্লাস ক্যাটাগরিতে পৌঁছেছে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স। সোমবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ৪৮১, যা এই মরসুমের সর্বোচ্চ বলে মত আবহাওয়াবিদদের। দিল্লিসহ আশেপাশের এলাকায় বায়ু দূষণের মাত্রা অতিরিক্ত হওয়ায় সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।দিল্লির ৩৯ টি মনিটরিং স্টেশনের বেশিরভাগেই এয়ার কোয়ালিটি ইনডেক্স ‘সিভিয়ার প্লাস’ ক্যাটাগরিতে রেকর্ড করা হয়েছে (৪৫০+) গাজিয়াবাদ এবং গুরুগ্রামের পরিস্থিতিও সংকটজনক। ঘণ কুয়াশার কারণে রাস্তায় গাড়ির গতিও ধীর। দিল্লিতে সার্বিক বায়ুদূষণের মাত্রা নিরীক্ষণের পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতিও নজরে রাখা হচ্ছে। কারণ সময় যত এগোচ্ছে আবহাওয়ার কারণে এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। দিল্লিবাসীর সুবিধার্থে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেগুলি হল, নবম শ্রেণি পর্যন্ত সব ক্লাস অনলাইনে হবে। প্রয়োজনীয় বা জরুরি পরিষেবার জিনিস ব্যতিত অন্য কোন পরিষেবার সঙ্গে যুক্ত ট্রাক চলাচল এখন স্থগিত থাকবে। দিল্লির বাইরে রেজিস্টার হওয়া লাইট কমার্শিয়াল ভেহিকেলগুলিকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কেবলমাত্র ইলেকট্রিক ভেহিকেল, সিএনজি, ডিজেল যান দিল্লিতে ঢুকতে পারবে।পাশাপাশি পাবলিক, মিউনিসিপাল এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। বাকি কাজের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের অপশন বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শ্বাসের সমস্যা কিংবা শ্বাস-প্রশ্বাস নেওয়া সংক্রান্ত কোনও অসুখ থাকলে যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকার পরামর্শই দেওয়া হয়েছে। দিল্লি বায়ু দূষণ পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রণে আসে সেদিকে চলছে জোর কদমে পর্যালোচনা।