সাংবাদিক : সুচারু মিত্র এক কোটি সদস্য করতে হবে টার্গেট দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বঙ্গ বিজেপি খুব ভালোভাবেই জানে সেই টার্গেট অত সহজে সম্পূর্ণ করা সম্ভব নয়। এক কোটি সদস্য মানে কতটা পরিশ্রম করতে হবে বিজেপি নেতৃত্বকে?… আর শুধু তাই নয় আর চাই মানুষের কাছে গ্রহণযোগ্যতাও। আর সেই দিকে তাকিয়েই এবার সদস্য সংগ্রহ অভিযানে নামিয়ে দেওয়া হল মিঠুন চক্রবর্তীকে। তার মতো সুপারস্টারকে এবার সদস্য সংগ্রহ অভিযানে আবেদন করতে দেখা গেল। ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তী বলছেন গ্রামে গ্রামে সদস্য হোন। বাংলাতে বাঁচানোর একটাই রাস্তা এক কোটি সদস্য পদ। খোদ মিঠুন চক্রবর্তীকে আসরে নামিয়ে বিজেপি চাইছে চমক দিতে।
বাংলার মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই ইমেজটাকে বা এই ভাব মূর্তিটাকে কাজে লাগিয়েই বিজেপি চাইছে রেসপন্স বা সাড়া আসুক ভালো। শোনা যাচ্ছে বছরে শেষের দিকে বেশ কয়েকটি সদস্য সংগ্রহ অভিযানে সশরীরেও উপস্থিত থাকতে চলেছেন মিঠুন চক্রবর্তী। তবে ঠিক কোন জেলাতে তাকে হাজির করানো হবে তা নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে শুরু হয়েছে আলোচনা। তবে আপাতত সদস্য সংগ্রহ অভিযানে সাড়া ফেলানোর জন্য মিঠুন থাকছেন ভিডিও বার্তায়। বছর শেষে তাকে সশরীরে উপস্থিত করিয়ে হবে সদস্য সংগ্রহ অভিযান। এখন মরিয়া বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে, কারণ টার্গেট যে পূরণ করতেই হবে। আর সেটা এখন কঠিন পরীক্ষা বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নীচু তলার কর্মীদের কাছেও।