ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিকঃ শিবপ্রসাদ আর নন্দিতা জুটির পরিচালনায় ছবি আসা মানেই তা হিট বলে ধরা হয়। তবে বহুরূপী যেন ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড। বাংলায় ভালো ফল তো করেইছে, বাংলার বাইরেও রমরমিয়ে চলেছে সিনেমাটি। এখন বহুরূপীর উড়ান জারি বিদেশে। সম্প্রতি উইন্ডোজের তরফ থেকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হয় যে, অস্ট্রেলিয়া জয় করে ফেলেছে বহুরূপী। সিডনি, মেলবোর্ন এবং নিউজিল্যান্ডে ২খানা করে শো রাখা হয়েছিল, আর দুটোই হাউজফুল। এখানেই শেষ নয়, বলিউডের বাঘা বাঘা ছবির সঙ্গে পাল্লা দিয়ে, রিলিজের দেড় মাস বাদেও কলকাতা, শহরতলী মিলিয়ে ৯৭টি প্রেক্ষাগৃহে শো রয়েছে এই সিনেমার।দর্শকদের পাশাপাশি সমস্ত হল মালিকদেরও ধন্যবাদ জানালেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ। দিন কয়েক আগেই ‘বহুরূপী’র সিক্যুয়েলের ইঙ্গিত দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।