নাজিয়া রহমান, সাংবাদিক: ভুলভুলাইয়া ৩’র পর এবার ভুলভুলাইয়া ৪। সদ্য মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া ৩’। কমেডি ও হরর দুটোর মিশ্রন হলমুখী করেছে দর্শকদের। মুক্তির কয়েকদিনে ছবি আয় করতে পেরেছে ১২৫ কোটিরও বেশি। যত সপ্তাহ এগোচ্ছে ভুলভুলাইয়া ৩-র ব্যবসা বেড়েই চলেছে। ব্যবসার গ্রাফ এরকম উর্ধ্বমুখী থাকলে খুব শীঘ্রই ২০০ কোটি পার করবে এই ছবি। আজ থেকে ১৭ বছর আগে মুক্তিপায় ভুলভুলাইয়া। সাইকোলজিক্যাল থ্রিলারের ঘরানাকে মেনেই তৈরি করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। হঠাৎ করেই ২ বছর আগে পরিচালক অনীশ বাজমি ‘ভুলভুলাইয়া ২’কে করে তুললেন হরর-কমেডি। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিটিতে দেখানো হয়েছে দুই বোন মঞ্জুলিকা-অঞ্জুলিকা, ভাই দেবেন্দ্রকুমার এবং তাদের মধ্যে রাজ সিংহাসন দখলের লড়াই। দুই বোন মঞ্জুলিকা-অঞ্জুলিকা তারা যেমন যোদ্ধা ও তেমনই দুরন্ত নৃত্যশিল্পী। কিন্তু তবুও রাজ সিংহাসন জোটে রাজকুমার দেবেন্দ্রর কপালে। আর এখন থেকেই শুরু হয় প্রতিবাদের কাহিনি।জ্বলতে শুরু করে হিংসার আগুন। এক অন্যরকম ক্ষমতার লড়াই। আর সেই সঙ্গে পরিচালক টেনে আনেন, ভয়ের ছবির পুরনো ফর্মুলা পুর্নজন্মকে। যেখানে মঞ্জুলিকা-অঞ্জুলিকা হয়ে ওঠেন মাধুরী দীক্ষিত অভিনয় করেন মন্দিরার ভূমিকায় আর বিদ্যা বালান অভিনয় করেন ছবিতে মলিকার ভূমিকায়। ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই একই ছবিতে মাধুরী এবং বিদ্যার একত্রে অভিনয় ‘ভুল ভুলাইয়া ৩’ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। ছবিটিতে ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন থেকে খুশি দর্শকরা। ছবিটি মুক্তির আগে থেকে টিকিট বুকিং শুরু হয়। মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিক্রি হয় ‘ভুল ভুলাইয়া ৩’র টিকিট। দর্শকদের এতটা আগ্রহ দেখে কিছুটা আগেই আন্দাজ করে ফেলা হয় এই ছবি বানিজ্যিকতায় অনেক ছবির রেকর্ড ভেঙে দিতে পারে। বক্স অফিসের হিসেবেই পরিষ্কার ছিল, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি মুক্তির প্রথম সপ্তাহেই সেই অঙ্ক ১০০ কোটির ক্লাবে পৌঁছল। ‘ভুলভুলাইয়া ৩’ সাফল্যের পর এবার ‘ভুলভুলাইয়া ৪’।
শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে যেমন ‘মঞ্জুলিকা’ অবতারে ফিরেছেন বিদ্যা বালান। চতুর্থ পর্বেও থাকছেন তিনি। শুধু তাই নয় এটাও শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া ৪’-এ নাকি দেখা যেতে পারে অক্ষয় কুমার ও কিয়ারা আডবাণীকেও। তবে এখনই এই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ ছবির টিম। ‘ভুলভুলাইয়া ৪’ কি ‘ভুলভুলাইয়া ৩’রেকর্ড ভাঙতে পারবে? সেটাই এখন দেখার।