সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- কেন্দ্রীয় সরকারের এবার নজিরবিহীন সিদ্ধান্ত। সম্পূর্ণ মহিলা জওয়ান দ্বারা পরিচালিত সিআইএসএফ ব্যাটালিয়ন গড়তে চলেছে কেন্দ্র। ১০২৫ জন ক্যাডার নিয়ে দেশের মধ্যে প্রথম মহিলা সিআইএসএফ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ভিআইপি নিরাপত্তা, বিমানবন্দর, ঐতিহাসিক স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ক্রমশ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বর্তমানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-এ ২ লক্ষ জওয়ান নিয়োগের অনুমোদন রয়েছে। মহিলা বাহিনী গঠনের অনুমোদনের পাশাপাশি এই ব্যাটালিয়নকে সম্পূর্ণ মহিলা পরিচালিত রিজার্ভ ব্যাটালিয়ন রূপে গড়ে তোলার বার্তা পাওয়া গেছে। সিনিয়র কমান্ডান্ট ব়্যাঙ্কের অফিসারের নেতৃত্বে ১০২৫ জনের এই রিজার্ভ ব্যাটালিয়ন গঠন করা হবে। সিআইএসএফে বর্তমানে ৭ শতাংশ মহিলা জওয়ান রয়েছে। যা মোট বাহিনীর ১ লক্ষ ৮০ হাজার জন। দ্রুত নিয়োগ, প্রশিক্ষণ এবং কোথায় নিয়োগ করা হবে, এই সংক্রান্ত কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হবে। প্রাথমিক পর্যায়ে ভিআইপি নিরাপত্তা, বিমানবন্দর এবং দিল্লি মেট্রো সুরক্ষার কাজে মোতায়েন করা হবে মহিলা বাহিনীকে। তাই কমান্ডো বাহিনীর মতোই তালিম দেওয়া হবে নতুন মহিলা বাহিনীকে বলে জানা গেছে। এই রিজার্ভ ব্যাটালিয়ন তৈরি করা হলে তা দেশের মধ্যে প্রথম মহিলা পরিচালিত রিজার্ভ ফোর্স হবে।