ষষ্ঠী চট্টোপাধ্যায় ,সাংবাদিক: এই শেষবারের জন্য অনুমতি দিচ্ছি। জাতীয় সড়কের ধারে সভা করলেও আমি অনুমতি দেবো। কিন্তু এর পরে সভার জন্য মিনিমাম ২০ মিটারের কম চওড়া রাস্তা হলে সেখানে সভার অনুমতি দেওয়া হবে না। এটা লক্ষ্য রাখবেন। মামলা কারীর আইনজীবীকে সতর্কতা বিচারপতির। তাঁর যুক্তি, কারণ জেড ক্যাটাগরি ভিআইপি র কোন ঘট্না ঘটে গেলে পুলিশের কিছু করার থাকবে না।
হাওড়ার শ্যামপুরে কামারপুর রোড, দেউলি বাজার জংশন এলাকায় দেউলি আজ সভা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু যে মাঠে সভা হবে সেখানে যাওয়ার জন্য যে রাস্তা, তা অতি সরু। ফলে সেখানে জেড ক্যাটাগরির বিরোধী দলনেতা র কনভয় ঢোকা বেরোনো কষ্টকর। এই যুক্তি দেয় পুলিশ।
হাইকোর্টে মামলায় বিজেপির আইনজীবী নিজে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না বলে মুচলেকা দেওয়ার দাবি করলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, মুচলেকা দিলেও কেনো ঘটনা তারপরে ঘটে গেলে, জীবন বাঁচানো যায় না। ওই মাঠে হাজার দেড়েক লোক নিয়ে সভা করতে পারবে বিজেপি। শুধু বিরোধী নেতা ছাড়া আর কেউ গাড়ি নিয়ে মাঠের কাছাকাছি যেতে পারবেন না। সবাইকে হেঁটে যেতে হবে বড় রাস্তা থেকে।