নাজিয়া রহমান, সাংবাদিক মেয়ে সারার জন্মদিনে স্যোশাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন নীলাঞ্জনা। দীর্ঘ বিবাহিত জীবনে এসেছে তিক্ততা। টলিপাড়ার অন্দরে এখন যিশু ও নীলাঞ্জনার সম্পর্কের মাঝে এখন একটাই নাম শোনা যাচ্ছে শিনাল সুর্তির। যদিও এই নিয়ে এখনো মুখ খোলেননি দুজনের কেউই। কখনো কখনো জনার মুখে বা সম্পর্কের তিক্ততার কথা বেরিয়ে এলেও যীশু এখনো কিন্তু চুপ তিনি এ নিয়ে কোন মন্তব্য করেন নি। এরকম টানাপোড়ন সম্পর্কের মধ্যেই মেয়ে সারার জন্মদিনে তাকে উপহার দিলেন খোলা চিঠি। যে চিঠির মাধ্যমে নীলাঞ্জনা তুলে ধরেছেন নিজের জীবন দর্শন । নীলাঞ্জনা লিখলেন, ”তুমি আমার অস্থিরতা মন দেখেছো, আবার কখনও অভিযোগ করি তোমার কাছে। কান্নায় ভেঙে পড়ে তোমার কাঁধের আশ্রয় নিই। তুমি বড় হয়েছ, তুমি আমার থেকেও অনেক বেশি সাহসী…তুমি আমার রাজকন্যা, তোমার জন্য সবার প্রথমে আমিই চিৎকার করব, গলা ফাটাব। সে তুমি যে ক্ষেত্রেই কাজ কর না কেন।” নীলাঞ্জনা তাঁর মনের কষ্ট প্রকাশ করতে নেট মাধ্যমকে বেছে নিলেও। যিশু এখনও চুপ। মেয়ের জন্মদিনে কোনও কিছুই শেয়ার করেন নি তিনি। পাশাপাশি ডিভোর্সের বিষয়েও দুজনেই চুপ। কেউই এ নিয়ে কোনও কিছু বলেননি। শোনা যাই যিশুর সঙ্গে এখনও যার সম্পর্কের কথা এখন টলিউড জুড়ে সেই শিনাল সুর্তির সঙ্গে যিশুর আলাপ নীলাঞ্জনায় করায়। বন্ধু শিনালকে সব রকম সাহায্য করেছেন তিনি। আর সেই বন্ধুই যে নীলাঞ্জনার ঘর ভাঙবে তা স্বপ্নেও ভাবেননি তিনি। সূত্রের খবর বন্ধু বলে এমনই দুঃখের কথা প্রকাশ করেছেন নীলাঞ্জনা। যীশু নীলাঞ্জনা সম্পর্ক কুড়ি বছরের। বর্তমানেএই সম্পর্কে পড়েছে প্রশ্নচিহ্ন? কুড়ি বছরের সম্পর্ক কি সত্যিই ভেঙ্গে যাবে? তা হয়ত ভবিষ্যৎ বলবে। যিশু ও নীলাঞ্জনার সর্ম্পকে তিক্ততার খবরে দুঃখ পেয়েছেন নীলাঞ্জনরা বাবাও।