রাজ্যে উৎসবের আমেজ এখনও অল্পবিস্তর রয়ে গিয়েছে। এর মধ্যেই পাঁচ জেলার ছয় কেন্দ্রে রাত পোহালেই ভোট। এই ছয় কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্র এমন রয়েছে যেখানে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ-লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া ও জয়লাভ করার জন্য রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই ছয়টি কেন্দ্রের মধ্যে মাদারিহাট ছাড়া বাকি পাঁচটি কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। ২০১৬ সাল থেকে মাদারিহাট রয়েছে বিজেপির দখলে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ছয়টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। সবচেয়ে বেশি মেদিনীপুর কেন্দ্রে।
২৩৬-মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২,৯১,৭১৪ জন। এরমধ্যে মহিলা ভোটার ১,৪৮,১৪০ ও পুরুষ ভোটার ১,৪৩,৫৭৩ জন। এই কেন্দ্রে তৃতীয় লিঙ্গের (Transgender) ভোটার রয়েছেন একজন। ১৪-মাদারিহাট (ST) কেন্দ্রের মোট ভোটার ২,২০,৩৪২। যার মধ্যে মহিলা ও পুরুষ ভোটারের সংখ্যা যথাক্রমে ১,১১,৯৭০ ও ১,০৮,৩৬৭ জন। এই কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। ১০৪-নৈহাটি বিধানসভায় মোট ১,৯৩,৮৩৫ জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৯৭,৭৫৩ জন এবং পুরুষ ভোটার রয়েছেন ৯৬,০৭৪ জন। নৈহাটি বিধানসভায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। বাকি তিন বিধানসভার মধ্যে ৬-সিতাই (SC) কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩,০৫,৫৬৫ জন। পুরুষ ভোটার ১,৫৮,৪৭৪ জন ও মহিলা ভোটার ১,৪৭,০৯১ জন। ৬-সিতাই (SC) কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩,০৫,৫৬৫ জন। পুরুষ ভোটার ১,৫৮,৪৭৪ জন ও মহিলা ভোটার ১,৪৭,০৯১ জন। ৬-সিতাই (SC) কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩,০৫,৫৬৫ জন। পুরুষ ভোটার ১,৫৮,৪৭৪ জন ও মহিলা ভোটার ১,৪৭,০৯১ জন। ৬-সিতাই (SC) কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩,০৫,৫৬৫ জন। পুরুষ ভোটার ১,৫৮,৪৭৪ জন ও মহিলা ভোটার ১,৪৭,০৯১ জন। ৬-সিতাই (SC) কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩,০৫,৫৬৫ জন। পুরুষ ভোটার ১,৫৮,৪৭৪ জন ও মহিলা ভোটার ১,৪৭,০৯১ জন। ১২১-হাড়োয়া বিধানসভায় মোট ভোটার ২,৬৯,১০৩ জন, যার মধ্যে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে ১,৩৮,৭০৫ এবং ১,৩০,৩৯৩ জন। এই কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। ২৫১-তালডাংড়া বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২,৪১,৪৯৭। এই কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা ১,২২,৫০৯ জন ও মহিলা ভোটারের সংখ্যা হলো ১,১৮,৯৮৮ জন।