মৌসুমি সাহা, নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান। জানা যাচ্ছে লরেন্স বিষ্ণওই গ্যাং এর পক্ষ থেকে হুমকি পাচ্ছেন সালমান খান। এমন কি ঈদের দিনে সালমান খানের বাড়িকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষন হয় ।যা নিয়ে রীতিমতো চিন্তিত সকলে। কিন্তু ঘটনা প্রবাহ এখানে থমকে নেই। এবারে প্রাণনাশের হুমকি পেলেন আরো একখান। বলিউডের বাদশা কিং খানের কাছে ফোন আসে এক ব্যক্তির কাছ থেকে। বান্দ্রা থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পৌঁছয়ে রায়পুরে, জানা যায় ফয়সাল নামে এক ব্যক্তির ফোন থেকে কিং খানকে দেওয়া হয় প্রাণ নাসের হুমকি।হুমকি তে এও বলা হয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময় এ মিলবে মুক্তি।
এদিকে দোসরা নভেম্বর ছিল শাহরুখ খানের জন্মদিন ।প্রত্যেকবার এই দিনে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন কিং খান এবারে দেখা যায় তার ব্যতিক্রম বরং এবারে দেখা যায় তার বাড়ি ঘিরে বাড়তি নিরাপত্তা।এমনকি তার বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে তার জন্যেও ছিল নিরাপত্তা রক্ষীদের বাড়তি সতর্কতা।তবেপুলিশের তদন্তে উঠে আসে নানা তথ্য যা কিনা খুবই গুরুত্বপূর্ণ ।ফয়সাল বলে যে ব্যক্তি হুমকি দেন অর্থাৎ যে ফোন থেকে আসে প্রান নাসের হুমকি সেই ফোনটি ফাইজাল এর কাছ থেকে নাকি খোয়া গিয়েছিল দোসরা নভেম্বর তিনি পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছিলেন, তাই কিভাবে তার ফোন থেকে হুমকি এলো তিনি কিছুই জানেন না। তবে 1994 সালে এই ফয়সাল বাদশা খানের অভিনীত আঞ্জাম ছবির পর একটি এফআইআর করেছিলেন ।একটি সংলাপে বিরোধিতা করে ,কারণ তাতে হরিণ সংক্রান্ত কোনো বিষয় সংলাপ ছিল।ফাইজাল বিষ্ণুই সম্প্রদায়কে নিজের বন্ধু বলে মনে করেন ,তাই হরিণ নিয়ে কেউ কিছু বললে তার বিরোধিতা তিনি করেন আর সেই বিরোধিতা স্বরূপ শাহরুখ খানের বিরুদ্ধে এফআইআর করেছিলেন তিনি ।তবে যেহেতু তার ফোনটি খোয়া গেছে,তাই এর সঙ্গে হুমকির কোন সম্পর্ক নেই বলে তিনি মনে করেন।তবে গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ তবে খানেদের প্রাণনাশের হুমকি হুমকির ঘটনায় রীতিমতো উদ্বেগ বলিউডে,চিন্তা খান অনুরাগীদের।