সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: কৃষ্ণসার হরিণ মারার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট সলমন খান। বাবা সিদ্দিকীকে খুন করার পর থেকেই বারবার হুমকি দেওয়া হচ্ছে সলমন খানকে। মুম্বাই পুলিশের কাছে এর আগে ফোন আসে এবং ২ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছিল সলমনকে। আবারও মুম্বাই পুলিশের কাছে এল ম্যাসেজ। কুখ্যাত ডন লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফে এই হুমকি ম্যাসেজ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবারের ম্যাসেজে ৫ কোটি টাকা চাওয়া হয়েছে। না দিলে কোনও বিষ্ণোই মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে সলমনকে, এমনটাই দাবি করা হয়েছে ম্যাসেজে। রবিবার রাতে মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের যে ম্যাসেজ আসে, তাতে লেখা ছিল, “লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। যদি সলমন খান জীবিত থাকতে চান, তাহলে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে অথবা ৫ কোটি টাকা দিতে হবে। এগুলো না করলে, আমরা মেরে ফেলব। আমাদের গ্যাং এখনও সক্রিয় আছে।” এপ্রিল মাসে অভিনেতার বান্দ্রার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। গত মাসে সেই গ্যাংয়ের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় বাবা সিদ্দিকীর। এরপরই সলমন খানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বাড়ানো হয় তাঁর নিরাপত্তা। শনিবারই মুম্বাই পুলিশের কাছে উড়ো ফোন আসে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়। যদিও সেই ঘটনায় গ্রেফতার করা হয় এক যুবতীকে। তবে আবারও সলমন খানের প্রাণনাশের হুমকি কে বা কারা দিল। ফোন কলের পিছনে বিষ্ণোই গ্যাংয়ের হাত কিনা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।