নাজিয়া রহমান, সাংবাদিক: বাজেটে কম হলেও টলিউড জোর টেক্কা দিচ্ছে বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির মতো বিগ বাজের ছবিকেও। এবছর পুজোর মরশুমের বক্স অফিসে দাপিয়ে বেড়িয়েছে নন্দিতা-শিবপ্রসাদের বাংলা সিনেমা “বহুরূপী’। দিওয়ালিতে দুই বিগ বাজেট বলিউড ছবি ‘সিংহম এগেইন’ এবং ‘ভুলভুলাইয়া ৩’র দৌড়াত্ম্যে বাংলার প্রেক্ষাগৃহেই কিছুটা শো কমলেও দমে যায়নি । ১০ লক্ষ দর্শকের ভালোবাসায় উপচে পড়েছে ‘বহুরূপী’র ক্যাশবাক্স। কোভিডের সময় রুগ্গপ্রায় হয়ে পড়ে বাংলা ইন্ডাস্ট্রি। কোভিড পরবর্তীকালে দেব অভিনীত “টনিক’ ছবি আবার মোড় ফেরায় টলিউডের। তারপর দর্শকদের একের পর এক ভালো সিনেমা উপহার দিয়েছে টলিউড। কিছু সিনেমা দর্শকদের মন কাড়লেও তেমনভাবে ব্যবসার মুখ দেখেনি সেভাবে বাংলা সিনেমা। তবে এবার বহুরূপীর হাত ধরে লক্ষ্মী লাভ টলিউডে।”বহুরূপী’-তে একটি ব্যাঙ্ক ডাকাতির গল্প দেখানো হয়েছে। যান মন কেড়েছে দর্শকদের। চলতি বছর দুর্গাপুজোর পঞ্চমীতে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা প্রায় এক মাসে ১৩ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গেছে।
একদিকে এই ছবির দৌলতে যেমন ক্যাশবাক্স উপচে পড়ছে তেমনই সিনেসমালোচক থেকে দর্শকরাও কিন্তু নন্দিতা-শিবপ্রসাদের ছবির মার্কশিটে ফুলমার্কস পেয়েছে। সেই সঙ্গেই ‘বহুরূপী’র বছরের সেরা বাংলা সিনেমার তকমা পেয়েছে। পাওয়ার পাশাপাশি সর্বোচ্চ আয় করা সর্বকালীন বাংলা ছবির তালিকায় পাঁচ নম্বরে নাম লিখিয়ে ফেলেছে এই ব্যাঙ্ক ডাকাতির গল্প। ঠিক কিভাবে বাজিমাত করল এই সিনেমা। সিনেসমালোচকদের মতে, এই সিনেমায় গ্রামবাংলাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। যেকারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই সিনেমায় গ্রামবাংলার মাটির গন্ধ পান যার টানে এই সিনেমাটিতে মুগ্ধ হন তারা। আর যে কারণে চলিত বছরের অন্যতম সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে নন্দিতা-শিবপ্রসাদের ছবি ‘বহুরূপী’।