রিয়া দাস, নিজস্ব প্রতিনিধিঃ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কিন্তু এখন আর চাইলেই সেই দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা। কেন বলুন তো যেতে পারবেন না পর্যটকরা। কারণ ট্রাভেল পাস নীতি চালু করল বাংলাদেশে অন্তর্বর্তী সরকার। যাঁদের ট্রাভেল পাস থাকবে, কেবলমাত্র তাঁরাই যেতে পারবেন সেন্ট মার্টিন দ্বীপে। শুধু তাই নয়, সঙ্গে নেওয়া যাবে না পলিথিন বা প্লাস্টিকজাতীয় পণ্য। পর্যটকরা যে হোটেলে থাকবেন, সেই হোটেলের রেজিস্ট্রারও সংরক্ষণ করা হবে। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কমিটি গড়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মানতে হবে নির্দেশনা
বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত তালিকা অনুযায়ী, জাহাজ ছাড়ার এন্ট্রি পয়েন্টে শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপস থেকে ট্রাভেল পাস নিয়ে নির্দিষ্ট জাহাজেই পর্যটকেরা ঘুরতে পারবেন। জাহাজের পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ। পর্যটকরা কোন হোটেলে উঠছেন, সে সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে রাখতে হবে। জাহাজ ছাড়ার পয়েন্টে ও সেন্ট মার্টিনে এন্ট্রি পয়েন্টে পর্যটকদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিল বোর্ড লাগানো হবে। বাংলাদেশ পরিবেশ অধিদফতরের কক্সবাজার জেলা অফিস সার্বিক যোগাযোগ ও সমন্বয় করবে ও কমিটি প্রয়োজনে সদস্য কো-অপোরেট করতে পারবে। নভেম্বর মাসে দ্বীপে পর্যটক গেলেও দিনে ফিরে আসতে হবে। রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করা যাবে। পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন ২ হাজারের বেশি হবে না। দ্বীপে রাতে আলো জ্বালানো যাবে না, শব্দদূষণ সৃষ্টি করা যাবে না। বার-বি-কিউ পার্টি করা যাবে না।এমন সিদ্ধান্তকে অযৌক্তিক মন্তব্য করে কর্মসূচিতে দ্বীপবাসীর পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন-সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী ও কর্মীরা ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছেন। আর এরমধ্যেই কমিটি গঠন করা হয়েছে।
কীভাবে মিলবে ট্রাভেল পাস ?
বাংলাদেশ টুরিজম বোর্ডের অ্যাপস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রার করতে হবে। রেজিস্ট্রেশনের পরেই প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অনলাইনেই ট্রাভেল পাস সংগ্রহ করা যাবে।এই ট্রাভেল পাস দেখিয়ে টেকনাফ থেকে ছেড়ে যাওয়া জাহাজে উঠতে হবে। গুগল প্লে স্টোরে অবশ্য বাংলাদেশ টুরিজম বোর্ডের কোনও অ্যাপস পাওয়া যায়নি। অ্যাপটি এখনও ডেভেলপিং পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে।