নাজিয়া রহমান, সাংবাদিক: স্নাতকের ডিগ্রি পেতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না শিক্ষার্থীদের। দ্রুত কোর্স শেষ করা নিয়ে ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। তিন বছরের ডিগ্রি কোর্সে ভর্তি হলে আড়াই বছরের মাথায় সেই কোর্স শেষ করা যাবে। সম্প্রতি নতুন ধরনের এমনই এক ব্যবস্থা জারি করার কথা ভাবছে ইউজিসি। ২০২৫-২৬ এর শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম লাগু করার কথায় ভাবা হচ্ছে। নতুন নিয়মে চার বছরের ডিগ্রি কোর্স প্রয়োজনে কোনও শিক্ষার্থী তিন বছরের মাথায় শেষ করতে পারে। এমনকি সেই পড়ুয়াকে বেশিদিন অপেক্ষাও করতে হবে না। এতে পড়ুয়াদের সুবিধা হবে বলে মত ইউজিসির কর্তাদের। ২০২০ সালের নয়া জাতীয় শিক্ষানীতিতে চার বছরের স্নাতকের কোর্স চালু করা হয়। এই নয়া নীতিতে অনেক পড়ুয়ায় সমস্যায় পড়ে। অনেকেই তিন বছরে কোর্স শেষ করার আগেই চাকরির সন্ধান করেন। সেই সমস্ত পড়ুয়াদের জন্য দ্রুত স্নাতক কোর্স শেষ করার কথা ভাবছে ইউজিসি। তবে নতুন ধরনের এই নিয়ম চালু হলেও ২০২০ সালের নয়া শিক্ষানীতির নিয়ম আগের মতোই বহাল থাকবে বলেও জানা গেছে। ইউজিসির বক্তব্য,যারা ধীরেসুস্থে কোর্স শেষ করতে চান, তারা চার বছরের শিক্ষাকাঠামো মেনেই কোর্স শেষ করতে পারবেন।তাতে কোনো বদল ঘোটবে না। পাশাপাশি ইউজিসির এটাও বক্তব্য, কোন পড়ুয়া তাড়াতাড়ি কোর্স শেষ করতে চাইলেও দ্রুত স্নাতক স্তর শেষ করার নিয়মটি অনুসরণ করতে পারে। এতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অতিরিক্ত সময় তাঁরা হাতে পাবেন যা তাদের কেরিয়ার গড়ার পিছনে অন্যভাবে ব্যয় করতে পারবে। মোট কথা এই নতুন ভাবনায় কিছুটা হলেও স্নাতকে পড়া বহু ছাত্রছাত্রী উপকৃত হবেন।