সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক-নভেম্বরের শেষ পর্যায় আগত। রবিবার থেকেই শুরু ডিসেম্বর মাস। শীতের আমেজ দেশে আসতেই ছুটির মেজাজ শুরু হয়ে যায়। শীতেই সব থেকে মানুষ বেড়াতে যায় বেশি। বছর শেষে ছুটির পরিকল্পনাও বেশি থাকে ডিসেম্বরেই। তবে এই বছর ক্যালেন্ডারও বলছে ডিসেম্বরে ৩১ দিনের মধ্যে ১৭ দিন ছুটি থাকছে। যদিও রাজ্য বিশেষে এই ছুটি ভিন্ন ভিন্ন থাকছে। যদিও রাজ্য বিশেষে ছুটি ভিন্ন হলেও দুটি শনি ও পাঁচটি রবিবার ছুটি পাবে সব রাজ্যই। দুটি শনিবার হল ১৪ ও ২৮ ডিসেম্বর। পাঁচটি রবিবার হল ১, ৮, ১৫, ২২ এবং ২৯ ডিসেম্বর। এগুলো ছাড়া রাজ্য বিশেষে নানা উৎসব- অনুষ্ঠানে আরও ১০ দিন ছুটি থাকছে। শনি ও রবিবার ব্যতীত কোন রাজ্যে কবে ছুটি দেখে নেওয়া যাক।
১) ৩ ডিসেম্বর মঙ্গলবার, সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মৃত্যুদিবস উপলক্ষ্যে গোয়ায় ব্যাঙ্ক বন্ধ।
২) ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, মেঘালয়ে বিপ্লবী পা তোগান নেংমিঞ্জা সাংমার মৃত্যুদিবস উপলক্ষ্যে মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ।
৩) ১৮ ডিসেম্বর বুধবার, চণ্ডীগড়ে গুরু ঘাসীদাসের জন্মজয়ন্তী উপলক্ষ্যে মেঘালয়ে ছুটি। পাশাপাশি ওই দিনই মেঘালয়ের ইউ সো সো থামের মৃত্যুবার্ষিকীর কারণে মেঘালয়ে ছুটি থাকবে।
৪) ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার, গোয়ায় মুক্তি দিবস উপলক্ষ্যে গোয়াতে ব্যাঙ্ক ছুটি থাকবে।
৫) ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে বড়দিনের আগের দিন খ্রীষ্টমাস ইভ উপলক্ষ্যে এই তিন রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে। ওই দিনই গুরু তেগ বাহাদুরের শাহাদত দিবসের কারণে পঞ্জাব এবং চণ্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ।
৬) ২৫ ডিসেম্বর ২০২৪ বুধবার, ভারত জুড়ে বড়দিনের জন্য সরকারি ছুটি।
৭) ৩০ ডিসেম্বর সোমবার, সিকিমে তমু লোসার উৎসব উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ। ওই দিনই মেঘালয়ের স্বাধীনতা সংগ্রামী উ কিয়াং নাংবাহ-র মৃত্যুদিবস উপলক্ষ্যে মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ।
৮) ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, মিজোরামে নববর্ষের আগের দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।