ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক: সন্তোষ ট্রফির মূলপর্বে উঠে গেল বাংলা শিবির। গতবার বাংলা ফুটবল দলের এতই খারাপ অবস্থা ছিল যে তাঁরা মূলপর্বের যোগ্যতা অর্জন করতেই পারেনি। এবারে অবশ্য সেই বিড়ম্বনা সহজেই এড়ালেন কোচ সঞ্জয় সেন। আইলিগজয়ী কোচ দেখালেন, এমনি এমনি তাঁর নামের আগে আইলিগজয়ী তকমা থাকে না। বুধবার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ ছিল বাংলা – ওড়িশার। সেই ম্যাচ জিততে না পারলেও, ড্র করেই সহজেই পরের রাউন্ডে গেল রবি হাঁসদারা। এদিন প্রথমার্ধে বাংলা চাপ বিস্তার করে খেললেও গোলের খাতা খুলতে পারেননি নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদারা। দ্বিতীয়ার্ধেও দুই দল ডিফেন্সিভ ফুটবলই কিছুটা খেলে, ফলে তেমন সহজ সুযোগ তৈরি হয়নি। বাংলার তিন ম্যাচে সাত পয়েন্ট।