সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ছত্তিসগড়ের রাস্তায় যত্রতত্র ঘুরতে দেখা যায় মালিকানাহীন গরু। রাস্তায় গরুর বাড়বাড়ন্তর জন্য প্রায়ই পথ দুর্ঘটনা ঘটছে বলে মনে করছে ছত্তিসগড় সরকার। গত আড়াই বছরে ৩০৮ টি পথ দুর্ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা গেছে রাস্তার মাঝে গরু আচমকা চলে আসায় পথ দুর্ঘটনা ঘটেছে। গরুকে বাঁচাতে গাড়ি দুর্ঘটনার মুখে পড়ছে। এমনকী মানুষের মৃত্যুও ঘটেছে এই রকম পরিস্থিতিতে পড়ে। বিশেষ করে রাতের দিকে এই রকম ঘটনা বেশি ঘটেছে বলে জানা গেছে। রায়পুরের মতো জনবহুল শহরে মালিকানাহীন গরু ঘুরে বেড়ানোয় পথ দুর্ঘটনা ঘটেছে অনেকাংশে। এবার দুর্ঘটনা কমাতে গরুর শিং রঙ করার পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন। যে সব গরু মালিকানাহীন, রাস্তায় ঘুরে বেড়ায় সেই সব গরুর শিং রঙ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিং রঙ করা থাকলে দূর থেকে তা বোঝা যাবে। প্রাথমিকভাবে রায়পুরের বিভিন্ন রাস্তায় চড়ে বেড়ানো মালিকানাহীন গরুদের শিং রঙ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পশুপালন দফতর। সরকারি হিসাব অনুযায়ী, ৩০৮ টি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩১ জনের, আহত হয়েছেন আরও ৬৪ জন। ভাল মানের উজ্জ্বল রঙ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে রঙ থেকে গরুদের পার্শ্বপ্রতিক্রিয়া না হয়। শহরের বাইরের হাইওয়েতে যাতে গরু না উঠে পড়ে তা নিয়েও গ্রামবাসীদের সজাগ করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য গ্রামে গ্রামে ঘুরে সচেতনতা শিবির বা গ্রামসভা করার পরিকল্পনা করেছে পশুপালন দফতর।