Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া ঝাড়খণ্ডে। লিভ ইন সঙ্গীকে খুনের পর ৫০ টুকরো দেহ। ঝাড়খণ্ডের খুঁটি জেলার ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্তের নাম নরেশ বেঙরা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
  • চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ফোনে কথা কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাসের সঙ্গে। বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দিল্লি নেবে। বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী।
  • ডুয়ার্সের একাধিক নদী থেকে হচ্ছে বালিপাচার। অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে আরাংভাসা, ডুডুয়া, জলঢাকা, নানাই, রাঙাতি-সহ একাধিক নদী থেকে।
  • বর্ধমানের শশাঙ্ক বিল ভরাট নিয়ে শোরগোল। পর্দা দিয়ে ঢেকে চুপিসারে ভরাট হচ্ছে ৩০০ বিঘা বিল। বাসিন্দাদের ক্ষোভে কাজ বন্ধ করল পৌরসভার চেয়ারম্যান ও ভূমি দফতরের আধিকারিকরা।
  • ২ বছর পর মিড-ডে মিলে বরাদ্দ বৃদ্ধি। প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি ৭৪ পয়সা। উচ্চ প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি ১১২ পয়সা। প্রাথমিকে বরাদ্দ বেড়ে হল ৬ টাকা ১৯ পয়সা। উচ্চ প্রাথমিকে বরাদ্দ বেড়ে হল ৯ টাকা ২৯ পয়সা।
  • ধর্মতলায় উদ্ধার লক্ষাধিক টাকার জালনোট। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার জালনোট। উদ্ধার ২ লক্ষ ৯৯ হাজার টাকার জালনোট। গ্রেফতার মালদার বাসিন্দা মনোয়ার শেখ।
  • কাজ চলবে পুরনো প্যান কার্ডেই। বিভ্রান্ত হওয়ার দরকার নেই। যাঁদের কাছে এখন প্যান কার্ড রয়েছে। তাঁদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও বদলের প্রয়োজন নেই। বার্তা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের।
  • বিজিবিএস-এর প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে বৈঠক। ২০২৫-এর ৫-৬ ফেব্রুয়ারি নিউ টাউনে অনুষ্ঠিত হবে বিজিবিএস।
  • এ ধরণের ভারত বিদ্বেষী আচরণ আগে দেখিনি। ভারত বিরোধী কথা বন্ধ করুন। চিকিৎসা নেওয়ার জন্য ভারতে না এসে করাচি কিংবা লাহোর যান, বললেন শুভেন্দু অধিকারী।
  • চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে ভিসা বন্ধের আবেদন। সোমবার থেকে একটা গাড়িও যাবে না বাংলাদেশে। সমস্ত পণ্য রফতানি বন্ধ করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
  • বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার। দোসরা ডিসেম্বর পেট্রাপোল সীমান্তে জমায়েত কর্মসূচি। উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা।
  • আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনা। ভিডিও ফুটেজ দেখে আটক ৬ সন্দেহভাজন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দফতর থেকে বিবৃতি। আইনজীবী হত্যার নিন্দা ইউনুস সরকারের।
  • চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, রংপুর-সহ বিভিন্ন জায়গায় গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ। সহকর্মী হত্যায় আদালত বয়কট আইনজীবীদের।
  • বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। অত্যাচারিত হচ্ছে বলে পথে নেমেছেন হিন্দুরা। মৌলবাদীরা যেভাবে জবাইয়ের কথা বলছেন তা চিন্তনীয়। বললেন কলকাতা ইসকনের অন্যতম কর্তা রাধারমন দাস।
  • আদানি ঘুষ ইস্যুতে উত্তাল লোকসভা ও রাজ্যসভা। আদানি ইস্যুতে আলোচনার দাবি বিরোধীদের। স্পিকার দাবি খারিজ করায় বিরোধীদের হট্টগোল। সারাদিনের মতো মুলতুবি দুই কক্ষের অধিবেশন।
  • দলবিরোধী মন্তব্যের অভিযোগ। শোকজ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। যথাযথ সময়ে উত্তর দেব, বললেন হুমায়ুন।
  • নিজের পায়ে দাঁড়িয়ে জীবনের শেষদিন পর্যন্ত রাজনীতি করব। দল যদি আমাকে সাসপেন্ড করে আপনারা তো আমার আগে জানবেন। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের।
  • চিটফান্ড প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেফতার সংস্থার কর্ণধার বাসুদেব বাগচী ও তার ছেলে অভীক বাগচী। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ দুইজনের বিরুদ্ধে।
  • সস্ত্রীক বিজেপি নেতা নবারুণ নায়েককে ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলা আদালতের। আর্থিক প্রতারণার অভিযোগ সস্ত্রীক বিজেপি নেতার বিরুদ্ধে।
  • জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। চলতি সপ্তাহে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।
  • ২০ ডিসেম্বর রাজ্যসভার ছয় আসনে উপনির্বাচন। রয়েছে পশ্চিমবঙ্গের একটি আসন। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট দিতে পারবেন নির্বাচিত প্রতিনিধিরা। গণনা ২০ ডিসেম্বর বিকেল ৫টা থেকে। মনোনয়ন পেশ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বাংলা ছাড়াও অন্ধ্রপ্রদেশের তিন, ওড়িশা এবং হরিয়ানার একটি করে আসনে ভোটগ্রহণ হবে।
  • New Date  
  • New Time  
জয়-লোপার গানের এক্সপ্রেসে চড়ার সুযোগ শহরের গান বন্ধুদের

29
November 2024

জয়-লোপার গানের এক্সপ্রেসে চড়ার সুযোগ শহরের গান বন্ধুদের

জয়-লোপা এক্সপ্রেস এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। আজ ২৯ নভেম্বর, ২০২৪, জি.ডি.বিড়লা সভাঘর, সন্ধ্যা ৬:৩০টা থেকে।

এক অন্য ধারার গানের গাড়ি ছুটবে‌ যার নাম জয়-লোপা এক্সপ্রেস। গানের মোড়ে, মোড়ে নানা স্টেশন ছুঁয়ে এগিয়ে চলবে এই এক্সপ্রেস। এ গাড়ির আসার কথা ছিল এবছর দুর্গা পূজোর আগেই। একটু বিলম্ব হলেও গানে ভরপুর এই গাড়িতে চড়ে পড়লে এক সুন্দর গান সফরের সাক্ষী থাকবেন শ্রোতারা। এই নিয়ে সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র জানালেন, ” এবছর ১৩ সেপ্টেম্বর আমাদের জয়-লোপা এক্সপ্রেস হওয়ার কথা ছিল। সে সময় করা সম্ভব হয়নি। ঠিক করেছিলাম বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ষষ্ঠী দাস বাউলের চিকিৎসার জন্য এই কনসার্টটা করবো, সন্মান জানাবো। ওঁনার কাছে আমি কিছু দিন গানও শিখেছিলাম। সেই জায়গা থেকে আমার একটা মানসিক সম্পর্কও রয়েছে। কিন্তু দুঃখের বিষয় ষষ্ঠী দাস বাউল‌ নভেম্বর ৪-এ গত হয়েছেন। আমাদের এইটুকু সান্ত্বনা ওঁর চিকিৎসার জন্য কিছু অর্থিক সাহায্য আমরা করে আসতে পেরেছিলাম। অনুষ্ঠানের দিনক্ষণের জন্য আমরা অপেক্ষা করিনি। এই অনুষ্ঠানটা আমরা ষষ্ঠীদার স্মৃতির উদ্দেশে উৎসর্গ করছি। ।”

লোপামুদ্রা মিত্র আরো জানান, ” জয়-লোপা এই জুটির ঊনত্রিশ বছরে পা দিলো।সেদিক থেকে আমাদের এক্সপ্রেস বহুদিন ধরেই চলছে, কিন্তু সেটা নিয়মিত হয়ে ওঠেনা। জয় আগে গিটারিস্ট হিসেবে আমার গানে বাজাতো, অনেক দিন হলো ওঁর ব্যস্ততা ,সুরকার হয়ে ওঠা আমাদের একসাথে আর গান-বাজনা হয়ে ওঠেনা। দুজনের রাস্তা দুজনের মতো চলতে থাকল। কিন্তু আমাদের মধ্যে একটা সঙ্গীতের সেতু বরাবর রয়ে গেছে। আমরা খুব ভালো বন্ধুও। আমিও একার অনুষ্ঠান করে আসছি, জয় স্টেজ শো তেমন করেননা। সেখান থেকেই এই ভাবনা। এখানে জয়ও গাইবেন, আমিও ওঁর সুরের গান গাইবো, থাকবেন বেশ কিছু অতিথি যন্ত্রীরা। সব মিলিয়ে এই এক্সপ্রেস জয়-লোপা দুটো ইন্জিন নিয়ে ছুটে চলবে।

” জয় সরকার বললেন, ” আসলে লোপামুদ্রা মিত্রের হাত ধরেই আমার সুরকার হিসেবে আত্মপ্রকাশ। সেদিক থেকে দেখতে গেলে আমার সুরকার জীবনের পঁচিশ বছর পাড়। অনেক বছর এক সাথে মঞ্চে লোপাকে গিটারে সঙ্গত করেছি। সেটা তো এখন আর হয়না। সেই মুহূর্ত গুলো মিস করি।তাই,আমাদের এই অন্য ভাবনা জয়-লোপা এক্সপ্রেস।”

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital

Rahul Gandhi defamation case news : রাহুল গান্ধীর সুপ্রিম স্বস্তি @Rplusnewsdigital

Nawsad Siddique Exclusive : বিস্ফোরক নওসাদ ! । @RPlusnewsdigital ​

Adah Sharma rushed to a Hospital in Critical Condition : হাসপাতালে আদা শর্মা ! @RPlusnewsdigital ​