সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- দেশের টাইগার রিসার্ভ বন গুলির মধ্যে অন্যতম রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান। এই টাইগার রিজার্ভ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে একাধিক বাঘ। গত এক বছর ধরে eএই ঘটনায় তাজ্জব বন দফতর। বাঘ উধাও হওয়ার ঘটনায় ইতিমধ্যেই ৩ সদস্যের টিম গঠন করেছে বন দফতর। এই টিম তদন্ত করবে ঘটনার। এই জাতীয় উদ্যানে ৭৫ টি বাঘ বাঘিনীর বসবাস। গত ১ বছরে তাদের মধ্যেই ২৫টির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে বলে রিপোর্টে জানা গেছে। বাঘগুলি কোথায় থাকতে পারে বা আদৌ বেঁচে রয়েছে কিনা তার কোনও খবর নেই। যে ৩ সদস্যের টিম তৈরি হয়েছে তাঁরা আগামী ২ মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেবে বলে জানা গেছে।
বন দফতরের আশঙ্কা উদ্যানের মধ্যে কোথাও বাঘগুলির মৃত্যু হয়ে থাকতে পারে। যদি তাই হয় তাহলেও এতগুলো বাঘের মৃত্যু কেন হল তাও জানা যায়নি। ৩ সদস্যের যে কমিটি গঠন হয়েছে তাতে রয়েছেন মুখ্য বনসংরক্ষক সহ বন দফতরের ২ উচ্চপদস্থ আধিকারিক। প্রাথমিকভাবে তাঁদের অনুমান বাঘেরা নিখোঁজ হয়নি, মারাও যায়নি। হয়তো কোনও ভাবে ওই উদ্যানে থাকা ক্যামেরায় ধরা পড়ছে না তাদের গতিবিধি। চোরা শিকারিরা শিকার করতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও সেই সম্ভাবনা মানতে নারাজ বন দফতর। চোরা শিকারিরা শিকারের চেষ্টা করলে তা ক্যামেরায় ধরা পড়বে বলেই মত বন দফতরের।