এ দেশ ভারতবর্ষ। এদেশে জন্মানো সকল ভারতীয়ই এদেশের নাগরিক। তবু জন্মসূত্রে মুসলিম হওয়ায় বার বার তাঁকে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হয় বলে আক্ষেপ কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। সেই আক্ষেপের কথাই ফুটে উঠলো শনিবার।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ-শনিবার রানী রাসমণি রোডে কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল’২০২৪ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ডেকেছিলো তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। সেই মঞ্চে বক্তব্য রাখার সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন ফিরহাদ হাকিম। কিছুটা প্রশ্ন করার ঢঙে তিনি বলেন, আমরা ভারতীয় নই ? আমরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করি নি ? একজন হিন্দু ভাই যখন মারা যাবেন তখন এই মাটিতে তাঁর দেহ পোড়ানোর পর সেই চিতাভস্ম গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। আর আমি যখন মারা যাবো তখন এই দেশের মাটিরই ছয় ফুট নিচে আমি মিলিয়ে যাবো। এরপরই কিছুটা রাগত স্বরে তিনি বলেন, তাহলে বার বার কেন আমাদের প্রমাণ দিতে হয় যে আমরাও ভারতীয়। দৃশ্যতই তখন ববি হাকিমের গলায় ক্রোধ ও হতাশা একসঙ্গে ঝরে পড়ছিলো। এইভাবে বার বার নিজের ভারতীয়ত্ব প্রমাণ দিতে দিতে নিজেকে অসম্মানিত বলেই মনে করছেন বলে জানান কলকাতার মেয়র।
এদিন ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ সভায় ফিরহাদ হাকিমের গলায় উঠে আসে বাংলাদেশর প্রসঙ্গও। ববি হাকিম বলেন, বাংলাদেশে যা হচ্ছে সেটা অন্যায়। বাংলাদেশের সংখ্যাগুরু যারা আছেন তাদের উচিৎ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা। তবে বাংলাদেশ নিয়ে বিজেপি এদেশে সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের এই পরিবর্তনের সময় শুধু সেখানকার সংখ্যালঘু হিন্দু নয়, আওয়ামী লীগের অনেক নেতাকেও খুন করা হয়েছে বলে অভিমত প্রকাশ করে ফিরহাদ হাকিম বলেন, ওখানে এখনকার যে সরকার (ইউনিস এর তদারকি সরকার) তাঁর নিষ্ক্রিয়তার জন্যেও অনেকে খুন হয়েছেন। অবশ্য এরাজ্যের মুসলিম সমাজকে সতর্ক করে ববি হাকিম বলেন, বিজেপি চাইছে মুসলমানকে দিয়ে হিন্দুকে মারতে যাতে তাদের রাজনীতি করতে সুবিধা হয়। যারা দাঙ্গা করবেন তারা মনে রাখবেন তারা বিজেপিকেই সমর্থন করছেন।