নাজিয়া রহমান, সাংবাদিক: টিজারের পর এবার প্রকাশ্যে এল ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’-এর পোস্টার। মহালয়ার দিনই ‘চালচিত্র’র টিজার প্রকাশ্যে এনে সাড়া ফেলে দিয়েছিলেন সিনেমার পরিচালক প্রতীম ডি গুপ্ত। সিনেমায় মূখ্যভূমিকায় রয়েছেন অভিনেতা টোটা রায়চৌধুরী,অনির্বাণ চক্রবর্তী,শান্তনু মাহেশ্বরী এবং অভিনেত্রী রাইমা সেন। টোটা, অনির্বাণ, শান্তনু ও ইন্দ্রজিৎকে সিনেমায় পুলিশের ভূমিকায় দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, প্রিয়া বন্দ্যোপাধ্যায়। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। টোটা, অনির্বাণ, শান্তনু ও ইন্দ্রজিৎকে সিনেমায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চার পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা।পোস্টারে সেরকমই ছবি প্রকাশ্যে এসেছে। এই পুলিশ টিমের নেতৃত্বে রয়েছেন টোটা বলে জানা গেছে। প্রতীমের ছবিতে বরাবরই মরিস্তত্ত্ব বিষয়টি উঠে আসে। এবারও তার অন্যথা হয়নি। শহর কলকাতায় ঘটে যাওয়া পরপর কয়েকটি খুনের ঘটনাকে ছবির কাহিনি হিসেবে বেছে নেওয়া হয়েছে। সম্পূর্ণ মুভিটি রহস্য ও রোমাঞ্চে ভরা। টিজারেই দেখানো হয়েছে এই গল্পে মহিলারাই একের পর এক টার্গেট হচ্ছেন। আর দৃশ্যায়নের নেপথ্যে শোনা যাচ্ছে চণ্ডীপাঠ। আর সেখান থেকেই ইঙ্গিত মিলছে এই ছবি অন্যান্য বাংলা ছবির থেকে অনেকটাই আলাদা। অতীতেও এই ধরণের থ্রিলার সিনেমা দর্শকদের মন কেড়েছে। এই ছবিতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্বকেও অভিনয় করতে দেখা যাবে। তাঁর অভিনয় সাড়া ফেলার মত হবে টিজারে তার ইঙ্গিত মিলেছে।এই ছবির মাধ্যমে তিনি টলিউডে পা রাখবেন। অর্থাৎ সমস্ত কাস্টিং চোখ ধাঁধানো হবে তা বলার অপেক্ষা রাখে না। সিনেমায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। শিল্প নির্দেশনায় আনন্দ আঢ্য, কস্টিউম ডিজাইনার জাতীয় পুরস্কার বিজয়ী সাবর্ণী দাস চিত্রসম্পাদনা করেছেন অন্তরা লাহিড়ী এবং সাউন্ড মিক্সিংয়ে অনিন্দিত রায় ৷ প্রায় তিন বছর পর বাংলা ছবি নিয়ে ফিরছেন পরিচালক প্রতীম ডি গুপ্ত। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’। এই সিনেমা দর্শকদের হল মুখী করবে বলে আশাবাদী পরিচালক থেকে কলাকুশলীরা।