ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: ইডির পর এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ। কলকাতা হাই কোর্টের পরে সুপ্রিম কোর্টে। শুক্রবার কুন্তলকে জামিন দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। তবে বেশ কিছু শর্ত মানতে হবে তাঁকে।নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় ২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চাকরিপ্রার্থীদের থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে টাকা তোলার অভিযোগের পাশাপাশি, হিসাব-বহির্ভূত বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও ছিল কুন্তলের বিরুদ্ধে।এর পর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই। প্রায় ২৩ মাস ধরে জেলে রয়েছেন তিনি।তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যও পায় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে বারবার আদালতে জামিনের আর্জি জানান কুন্তল। সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন তিনি।গত ২০ নভেম্বর তিনি ইডির মামলায় জামিন পান কলকাতা হাইকোর্টে।
শুক্রবার শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়া কুন্তলকে সিবিআইয়ের মামলাতেও জামিন দিল।ইডির মামলায় প্রাক্তন তৃণমূল নেতা আগেই জামিন পেয়েছেন। ফলে তাঁর জেলমুক্তিতে আর কোনও বাধা নেই।