নাজিয়া রহমান, সাংবাদিক: এবার মিস ইউনিভার্সের খেতাব জয় করলেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ২০২৪ এ মেক্সিকোতে আয়োজন করা হয়েছিল মিস ইউনিভার্স ৭৩তম মিস ইউনিভার্সের প্রতিযোগিতার। যেখানে ১২০টি দেশের ১২০ জন সুন্দরী অংশগ্রহণ করেন।১২০জন অনন্য রূপসীকে হারিয়ে সেরার খেতাব জয় করেছেন ২১ বছরের ভিক্টোরিয়া। যা কিনা ডেনমার্কের মতো আয়তনে ক্ষুদ্র একটি দেশের জন্যও অবিস্মরণীয়। এই প্রথম ডেনমার্কের কোনও সুন্দরী মিস ইউনিভার্সের খেতাব জয় করলেন। ২১ বছর বয়সী ভিক্টোরিয়া নিঃসন্দেহে দেশের নাম ঐতিহাসিক করে তুলেছেন। মিস ইউনিভার্স খেতাব জেতা প্রথম ড্যানিশ মহিলা যিনি ইতিহাস গড়লেন। পেশাগত ভাবে ভিক্টোরিয়া একজন নৃত্যশিল্পী ও উদ্যোগপতি। ২০০৪ সালে কোপেনহেগেনের শহরতলি অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। বিজ়নেস ও মার্কেটিংয়ে ব্যাচেলরের ডিগ্রি নিয়ে স্নাতক পাশ করেছেন তিনি। তবে জীবনে শিক্ষাকে সঙ্গী করে আরও এগিয়ে যেতে চান এই সুন্দরী। নাচের জগতেও খ্যাতি অর্জন করেছেন তিনি। একজন দক্ষ নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে ও প্রাণী অধিকার নিয়ে কাজ করেন। তিনি আইন নিয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতে চান এবং বিউটি উদ্যোগপতি হিসেবে নিজেকে গড়ে তুলতে চান।মিস ইউনিভার্স ২০২৪’-খেতাব ভিক্টোরিয়াকে শুধুমাত্র তাঁর চোখ ধাঁধানো লুকের জন্য এনে দেয়নি এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর শিক্ষা। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত বুদ্ধিতে ভিক্টোরিয়া বিচারকদের মন জয় করেন। ডেনমার্ক থেকেই তাঁর জয়ের যাত্রা শুরু। সেখানে তিনি ‘মিস ডেনমার্ক’ সম্মান পান। তারপর ২০২২ সালে ‘ মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এর প্রথম কুড়ির তালিকায় নাম ওঠে এই সুন্দরীর। আইকনিক ‘বার্বি’ ডলের সঙ্গে তাৎপর্যপূর্ণ মিল থাকার জন্য নিমেষে সকলের প্রিয় হয়ে ওঠেন তিনি। তারপর ২০২৪ সালে তিনি মিস ইউনিভার্সের খেতাব পেলেন। এই এই দৌড়ে প্রথম রানার আপ হয়োছেন নাইজেরিয়ার ইজেরিয়ার চিদিনমা আদেতশিনা, দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান। অন্যদিকে, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন যথাক্রমে থাইল্যান্ডের সুচাতা অপাল চুয়াংস্রি এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কুয়েজ। ভারতের হয়ে চলতি বছরে এই মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন রেহা সিং। তবে তিনি প্রথম ১২ প্রতিযোগীর তালিকায় নিজের নাম লেখাতে পারেননি। যদিও প্রতিযোগিতার প্রথম কয়েকটি রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রেহা। এবারের প্রতিযোগিতায় গিনি, মালদ্বীপ, ম্যাকাও এর মত নতুন কয়েকটি দেশও অংশ গ্রহণ করে।