জামিন পেয়ে গেলেও চিন্তা যেন পিছু ছাড়ছে না আল্লু অর্জুনের। যে মহিলা পুষ্পা ২-র প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তার ছেলেও ওইদিন আহত হয় তার অবস্থা এই মুহুর্তে অত্যন্ত আশঙ্কা জনক।
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: প্রিমিয়ারের দিন পদপিষ্ট হওয়ার ঘটনায় আহত ওই শিশুটির অবস্থা আরও আশঙ্কাজনক। আজ ১০ দিন হয়ে গেলেও শিশুটিকে এখনও বের করা যাচ্ছে না ভেন্টিলেটর থেকে। সেইভাবে চিকিৎসায় সে সাড়াও দিচ্ছে না বলে জানা যাচ্ছে।
ছেলেটির নাম শ্রী তেজা। আজ ১০দিন ধরেই তেজাকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে। শিশুটিকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। প্রবল জ্বর রয়েছে ওই শিশুর যা কমছে না কিছুতেই। এর পাশাপাশি রাইলস টিউবের মাধ্যমে তাকে খাওয়াতে হচ্ছে। ১০ দিনেও তেমন বলার মতো কোনও উন্নতি হয়নি শিশুটির।
মহিলার মারা যাওয়ার ঘটনাতেই গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। এক রাত জেলেও কাটাতে হয় তবে জেল থেকে বেড়িয়ে এসেই কিছুটা ক্ষোভের সুরে তিনি জানান তদন্তে সব রকম ভাবে সহযোগীতা করবেন তিনি কিন্তু পুলিশ যেভাবে তার বেডরুমে ঢুকে তাকে গ্রেফতার করেছে তা বাড়াবাড়ি।
পুষ্পা ২-এর প্রিমিয়ারের দিন কাউকে কিছু না জানিয়েই হলে আসেন আল্লু এমনই অভিযোগ পুলিশের। এর ফলে তাকে দেখতে জনউন্মাদনাকে কোনভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি শুরু হয়ে যায় মারাত্মক হুড়োহুড়ি আর সেখানেই ওই মহিলা প্রাণ হারান। এবার তার শিশু পুত্রের এরকম অবস্থার জেরে কি নতুন করে বিপদ বাড়ল আল্লুর? তা বলবে সময়