চলতি মাসের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিংয়ের জন্য ডাক পেতে চলেছেন উচ্চ প্রাথমিকের অপেক্ষারত চাকুরিপ্রার্থীরা । ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তাঁদের কাউন্সেলিংএর জন্য ডাকা হবে। প্রথম রাউন্ডের মত দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংও নির্বিঘ্নে হবে বলে আশাবাদী এসএসসি।
নাজিয়া রহমান, সাংবাদিক
উচ্চপ্রাথমিকে ওয়েটিং লিস্টে থাকা চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর। চলতি মাসের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিংয়ের জন্য ডাক পেতে চলেছেন তাঁরা। ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তাঁদের কাউন্সেলিংএর জন্য ডাকা হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর অপেক্ষারত চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ৫২১৭ জন। ইতিমধ্যেই কমিশনের তরফে কাউন্সেলিংয়ের যে সূচি প্রকাশ করা হয়েছে, সেখানে প্রায় ২৬০০-র কাছাকাছি অপেক্ষারত চাকরিপ্রার্থীর নাম রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী,১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত টানা চলবে কাউন্সেলিং। শনি ও রবিবার— দু’দিন বন্ধ থাকার পর ২৩ শে ডিসেম্বর আবার হবে তাদের কাউন্সেলিং বলে জানিয়েছে এসএসসি। ইতিমধ্যেই আদালতের নির্দেশে প্যানেলভুক্ত ৮,৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। এঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা ২,০৬৯। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে ২,০৬৯ শূন্য আসনের জন্য ডাকা হল ২,৫৯৫ চাকরিপ্রার্থীকে। অপেক্ষারত চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ৫২১৭ জন। প্রশ্ন উঠছে, তা হলে অপেক্ষারত বাকি প্রার্থীদের কবে ডাকা হবে? যদিও পূর্বেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে ধাপে ধাপে আসন অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। তাতে কিছু হলেও নিশ্চিন্ত হয়েছেন অপেক্ষারত চাকুরিপ্রার্থীরা। পাশাপাশি কমিশন সূত্রের খবর, কমিশনের নিয়ম অনুযায়ী কোনও কোনও চাকুরিপ্রার্থী সুপারিশ পত্র পাওয়ার ৪২ দিনের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। যদি কেউ না দেয় তাহলে সেই পদটি শূন্য হিসেবেই ধরা হবে। তাই বছরের শেষে শূন্য পদের সম্পূর্ণ তথ্যের ভিত্তিতেই হবে দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং বলে জানা গেছে। কমিশনের আশা প্রথম রাউন্ডের মত দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবে।