সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- দেশের উত্তর পূর্বের রাজ্যগুলির নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের হাতছানি দিলেও সার্বিক উন্নয়নের দিক থেকে এখনও অনেকটাই পিছিয়ে এই রাজ্যগুলি। তাই এই সব রাজ্যের উন্নতি কল্পে ঢেলে সাজাচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই দেশের ৪০টি পর্যটন স্থানের জন্য বিরাট অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে উত্তর- পূর্ব ভারতের ৬টি রাজ্যের ৮টি কম পরিচিত বা অফবিট পর্যটন কেন্দ্রের নাম রয়েছে। এই ৬ টি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির জন্য প্রায় ৮০০ কোটি টাকা খরচ করতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার(DOE) নতুন এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের ৬টি রাজ্যের মধ্যে রয়েছে: মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম এবং ত্রিপুরা। এই ৬ রাজ্যের ৮টি পর্যটন স্থানকে ঢেলে সাজানো হবে। এই প্রকল্পের মোট টাকার ৬৬ শতাংশ প্রথম ধাপে দেওয়া হতে চলেছে। সংশ্লিষ্ট রাজ্যগুলি কেন্দ্রর থেকে সরাসরি এই টাকা পাবে। কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রক গোটা প্রকল্পের নজরদারি করবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যগুলিকে ২ বছর সময় দেওয়া হয়েছে তাদের নিজস্ব পর্যটন কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলার জন্য। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে এই সমস্ত রাজ্যগুলি তাদের বরাদ্দ পেয়ে যাবে। সিকিমের নাথুলা পাস-এর জন্য বরাদ্দ হয়েছে ৯৭.৩৭ কোটি টাকা।
ত্রিপুরার গোমতীর ৫১ শক্তি পীঠ পার্কের জন্য বরাদ্দ হয়েছে ৯৭.৭ কোটি টাকা। মণিপুরের লোকটাক লেক সাজানোর জন্য বরাদ্দ হয়েছে ৮৯.৪৮ কোটি টাকা। গুয়াহাটির অসম রাজ্যের চিড়িয়াখানার উন্নতির জন্য বরাদ্দ হয়েছে ৯৭.১২ কোটি টাকা। দেশের ২৩টি রাজ্যের মোট ৪০টি পর্যটন ক্ষেত্রকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। সামগ্রিকভাবে এর জন্য জন্য খরচ হবে ৩ হাজার ২৯৫ কোটি টাকা। দেশ জুড়ে পর্যটনের প্রসার ও উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। পর্যটন ব্যবস্থার উন্নতি হলে স্থানীয় অর্থনীতি উন্নত হবে বলে মনে করা হচ্ছে।