সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- দেশে শীত দেরিতে প্রবেশ করলেও হাড় কাঁপানো পরিস্থিতি উত্তর ভারতে। বিগত কয়েকদিন ধরে উত্তর ভারতে চলছে শৈত্য প্রবাহ। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে রয়েছে দিল্লিতে ঘন ধোঁয়াশার দাপট। ধোঁয়াশা এমন পর্যায় গেছে যে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ওই এলাকায় দৃশ্যমানতা ৫০০ মিটারে নেমে এসেছে। বাধ্য হয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ৮৩টি বিমানের সময়সূচী বদলাতে বাধ্য হয়েছে। বর্তমানে সতর্কতা মেনে বিমান পরিষেবা চলছে। বৃহস্পতিবার নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি। আগামী শনিবার থেকে এই তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে মৌসম ভবন। শীত বাড়লেও বাতাসের গুণমানের পরিবর্তন হয়নি। উল্টে কমেছে বাতাসের গুণমান। বৃহস্পতিবার ভোরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ৩৭২। যা খুব খারাপ পর্যায়ের অন্তর্ভূক্ত। ঘন ধোঁয়াশা থাকায় দৃশ্যমানতা কমে গেছে। রাজধানীর মধ্যে শহরের কয়েক জায়গায় ১০০ মিটারের নিচে নেমেছে দৃশ্যমানতা। শুধু বৃহস্পতিবার নয়, বড়দিনের সকালেও একই রকম ছিল দিল্লির পরিস্থিতি। দৃশ্যমানতা কম হওয়ায় দিল্লি থেকে যে সব দূরপাল্লার ট্রেন ছাড়ে; রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, দক্ষিণ এক্সপ্রেসসহ ২০টিরও বেশি ট্রেনের সময়সূচি বদলাতে বাধ্য হয়েছে ভারতীয় রেল। যা ফলে নাজেহালে সাধারণ মানুষ।