অষ্টম বানিজ্য সম্মেলনের আগেই রাজ্যে বড়সড় কর্মসংস্থানের সুযোগ। বুধবার রাজারহাটে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা ‘ইনফোসিস’ এর নতুন ক্যাম্পাসের। প্রত্যক্ষভাবে প্রায় চার হাজার জনের কর্মসংস্থান হবে এখানে যা রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পের ক্ষেত্রে অন্যতম মাইলস্টোন হতে চলেছে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- ২০০৮ সালে রাজ্যে বিনিয়োগ করতে আসে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা ‘ইনফোসিস’। সেই সময় এখানে বিনিয়োগের অন্যতম শর্ত হিসাবে এসইজেড (Special Economic Zone) তকমা চেয়েছিলো তারা। তবে পরবর্তী সময়ে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর বর্তমান সরকার অবশ্য ইনফোসিস কে এই তকমা দিতে রাজি হয় নি। ফলে প্রোজেক্টের কাজ আর শুরু হয় নি। তবে সরকারের পক্ষ থেকে বিকল্প সুবিধা দেওয়ার কথা ইনফোসিস কর্তৃপক্ষকে জানানো হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় মোট জমির ৪০ শতাংশ জমি বাদ দিয়ে বাকি ৬০ শতাংশ জমি তারা(ইনফোসিস) বানিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে। শেষমেষ এই শর্তেই রাজি হয় ইনফোসিস।
রাজারহাট নিউটাউন এর অ্যাকশন এরিয়া-২ তে হাতিশালা মৌজায় প্রায় ৫০ একর জমিতে গড়ে উঠেছে ইনফোসিস এর এই নতুন ক্যাম্পাস। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১৭ একর জমিতে অফিস সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে। বুধবার এই প্রকল্পেরই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর মন্ত্রীসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস ও বাবুল সুপ্রিয়। ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থ মন্ত্রী অমিত মিত্র। ইনফোসিস এর পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফিনান্সিয়াল অফিসার জয়েস সঙ্ঘরাজকা।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন, শুধু ইনফোসিসের জন্য নয়, আমাদের জন্যেও।” পশ্চিমবঙ্গ তথা কলকাতা এখন দেশের মোস্ট ফেভারিট আইটি ডেস্টিনেশন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, “ইনফোসিস কলকাতার জন্য নতুন গ্লোরি নিয়ে আসবে। ইনফোসিস কে দেখে অন্যান্য সংস্থাও এখানে আসবে।” ইতিমধ্যেই টিসিএস, কগনিজেন্ট, উইপ্রোর মত সংস্থা এখানে বিনিয়োগ করেছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমেরিকার সিলিকন ভ্যালির মত সিলিকন ভ্যালি আমরা এখানে তৈরি করছি। ইতিমধ্যেই রাজ্যে বাইশটা আইটি পার্ক তৈরি করা হয়েছে। আমরা ব্রডব্যান্ড পলিসি, ডেটা সেন্টার পলিসি তৈরি করেছি। ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এখানে।” তিনি আরও জানান, “বিশ্বের তৃতীয় বৃহত্তম চিপ তৈরির সংস্থা এখানে সেমিকন্ডাক্টর তৈরি করবে।” ইনফোসিস কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের অনেক ধন্যবাদ এই নতুন বছরের উপহার দেওয়ার জন্য। আশা করি আগামি দিনে এই শিশু অনেক অনেক উন্নতি করবে।”