সুন্দরবনে বাঘের হামলায় নিখোঁজ হওয়া কোন নতুন ঘটনা নয়। আর এবার আরও একবার ঘটল সেই একই ঘটনা। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় ঝড়খালির বাসিন্দা নিখোঁজ
সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় ঝড়খালির বাসিন্দা নিখোঁজ হয়ে গেলেন৷ এই মুহুর্তে স্বাভাবিক ভাবেই প্রবল চিন্তায় ওই ব্যক্তির পরিবার।
ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের হেড়োভাঙার জঙ্গলে ইতিমধ্যেই নিখোঁজ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছেন বনদফতরের কর্মীরা তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও তার কোন হদিশ মেলেনি।
কে জানত ঝড়খালির বাসিন্দা শ্রীপদ মিস্ত্রীর জীবনে এই চরম বিপদ আসতে চলেছে! পেটের দায়েই আরও কয়েকজনকে নিয়েই জঙ্গলে গিয়েছিলেন তিনি কিন্তু আচমকাই ঘটে এই বিপদ সবার চোখের সামনেই বাঘ হামলা করে এবং টেনে নিয়ে যায় শ্রীপদকে। চেষ্টা করেও তাকে রোখা যায়নি। এখন প্রতি মুহুর্ত ঠিক কোন উদ্বেগে কাটাচ্ছেন তার পরিবার তা বলাই বাহুল্য।
যেরকমটা জানা যাচ্ছে হেড়োভাঙার জঙ্গলের নদীর ধারে তারা নৌকা থামিয়ে কাঁকড়া ধরছিলেন। পিছনের জঙ্গলের দিকে সম্ভবত খেয়াল ছিল না তাদের। আর তখন আচমকাই একটি বাঘ হামলা চালায়। শ্রীপদকে তুলে নিয়ে বনের ভিতর চলে যায় রয়্যাল বেঙ্গল টাইগারটি। সঙ্গীরা জানান, তারা কিছু বুঝে ওঠার আগেই তাকে আঁচড়ে-কামড়ে ফালাফালা করতে থাকে বাঘ।