সাংবাদিক: সুচারু মিত্র: কৌশলে আবারও সময় চেয়ে নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন বাংলাদেশের সাধারণ নির্বাচন হতে চলেছে 2025 সালের শেষে অথবা 2026 এর শুরুতে। মাঝে সংস্কারের প্রয়োজন, আবার একই সঙ্গে ডক্টর ইউনূসের দাবি ভিসা অফিস দিল্লি থেকে সরিয়ে ঢাকায় করা হোক। ইউরোপের ইউনিয়নের কাছে এমনটাই আর্জি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশে ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছেই। তার মাঝেই ইউনূসের এ হেন বিবৃতি নতুন করে উস্কানি দিলো ভারত বিদ্বেষে। হঠাৎ কেন তিনি দিল্লি থেকে ভিসা অফিস ঢাকায় সরানোর দাবি জানালেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মাঝে বাংলাদেশে আবারও তালিবানি ফতোয়া জারি হয়েছে। বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন পোস্ট করে জানিয়েছেন সে দেশে কোরান আইন কার্যকর হবে বলে প্রচার চলছে। তাহলে সংখ্যালঘু হিন্দুদের কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যা তাতে করে নির্বাচন এখনই না হলে অশান্তি আরও পারবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আবারও বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা যা নিয়ে উদ্বেগে ইসকন, ইসকনের উপর লাগাতার আক্রমণ চলছে এবং সংখ্যালঘুদের ওপর লাগাতার আক্রমণ অব্যাহত রয়েছে বলেই ইসকনের পক্ষ থেকেও বারবার বিবৃতি দেওয়া হচ্ছে।কিন্তু কেন এতটা সময় চাইলেন নির্বাচন করার জন্য ডক্টর ইউনূস তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে দেখার ২০ শে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর বাংলাদেশের জন্য কড়া বার্তা তিনি দেন কিনা আর তাতে টনক নড়ে কিনা ডক্টর ইউনূসের।তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।