সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- মধ্য- প্রাচ্যের দেশগুলির মধ্যে যে দেশে ভারতীয়দের আনাগোনা সব থেকে বেশি তা হল দুবাই। কর্মসূত্রে হোক বা ভ্রমণের কারণে দুবাইয়ে যায় সব থেকে বেশি ভারতীয়রা। তবে এবার ভারতীয়দের দুবাই যাওয়ায় তৈরি হয়েছে বিপত্তি। দুবাইয়ের ভিসা এবার ভারতীয়দের পাওয়া কঠিন হয়ে গেছে। ভিসা পাওয়ার জন্য দুবাইতে একাধিক নতুন নিয়ম কার্যকর হয়েছে। দুবাই সরকার এই নতুন নিয়ম আনার পর ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে অনেকাংশে। আগে ভিসা আবেদন করলে ১ থেকে ২ শতাংশ প্রত্যাখ্যান হত। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫ থেকে ৬ শতাংশ। ফলে দুই দেশের ট্র্যাভেল কোম্পানিগুলো আর্থিকভাবে লোকসানের পথেই চলছে। যে সমস্ত পর্যটকরা আগে থেকে হোটেল বা বিমান বুক করে রেখেছিলেন তাঁরাও ভিসা পাচ্ছেন না। নতুন নিয়ম অনুযায়ী ভিসা না পাওয়ার রয়েছে একাধিক কারণ। দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনকারীকে বিশেষ কয়েকটি নথি জমা দিতে হবে।
১) ভিসা আবেদনের সময় বিমানের ফেরার টিকিট জমা দিতে হবে। এটি আগে শুধুমাত্র বিমানবন্দর কর্তৃপক্ষকে দেখাতে হত।
২) হোটেল বুকিংয়ের যাবতীয় নথিপত্র বা যেখানে থাকা হবে তার প্রমাণ পত্র জমা দিতে হবে।
৩) ব্যাঙ্কের স্টেটমেন্ট অথবা স্পনসরশিপের চিঠি জমা দিতে হবে।
৪) শুধুমাত্র অনুমোদিত ট্র্যাভেল এজেন্টের মাধ্যমেই ভিসা আবেদন করা যাবে।
নতুন নিয়ম চালু হওয়ার পরে একদিকে যাত্রীরা যেমন দুর্ভোগে পড়েছেন তেমনই ট্র্যাভেল কোম্পানিগুলিও সমস্যার সম্মুখীন হচ্ছে। আগে ৯৯ শতাংশ ভিসা মঞ্জুর হয়ে যেত কিন্তু বর্তমানে সমস্ত রকম প্রস্তুতি থাকা সত্ত্বেও ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে। এই ধরনের ট্যুরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ৪০-৫০ জনের একটি বড় দল একসঙ্গে যাওয়ার পরিকল্পনা করে। নতুন নিয়ম চালু হওয়ার পর দেখা যাচ্ছে দলের সবার ভিসা অনুমোদন হচ্ছে না সে ক্ষেত্রে গোটা ট্যুরটাই বাতিল করতে বাধ্য হচ্ছে ট্রাভেল কোম্পানিগুলি। এদিকে যেমন ট্র্যাভেল কোম্পানিগুলির সমস্যা হচ্ছে ঠিক তেমনই, যাত্রী সাধারণও সমস্যার মধ্যে পড়ছেন। ভিন দেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ পর্যটকই বিমান এবং হোটেল আগেভাগে বুক করে রাখে। তবে ভিসা না পাওয়াই সেই বুকিং বাতিল করতে হচ্ছে পর্যটকদের। বাতিলের পরে অর্থ ফেরত পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, ভিসা না পাওয়া গেলেও ট্র্যাভেল এজেন্টরা ভিসা আবেদন বাবদ যে টাকা নেন সেই টাকা ফেরত দিচ্ছেন না কারণ সেটি প্রসেসিং ফি হিসেবে নেওয়া হয়। সুতরাং, দুবাইয়ের নতুন ভিসা আবেদন করতে গেলে অবশ্যই যথাযথ নথিপত্র জমা দেওয়া এবং অনুমোদিত ট্রাভেল এজেন্ট এর মাধ্যমেই ভিসা আবেদন করা সমীচীন বলে মনে করা হচ্ছে।