সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক: সদ্য ট্রেনিং শেষ করে নতুন পোস্টিংয়ে যোগ দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু আইপিএস অফিসারের। ২০২৩ ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইপিএস হর্ষ বর্ধন নতুন ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। সোমবার সকালে পথ দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ২৬-এর ওই যুবকের। এদিন তাঁর প্রথম দিনের জয়েনিং ছিল। ডিউটিতে যোগ দিতে যাওয়ার সময়ই ঘটনাটি ঘটে। মধ্যপ্রদেশের বাসিন্দা হর্ষ বর্ধন। কর্ণাটকের হাসান জেলায় নতুন পোস্টিং দেওয়া হয়েছিল তাঁকে। কর্ণাটক ক্যাডারের ২০২৩ ব্যাচের আইপিএস হর্ষ। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থা খারাপ হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা যায়।
এদিন পুলিশের গাড়ি নিয়েই ডিউটিতে জয়েন করার জন্য বেরিয়েছিলেন হর্ষ বর্ধন। গাড়ি চালাচ্ছিলেন তাঁর ড্রাইভার। কর্ণাটকের হাসান-মাইসোর হাইওয়েতে হঠাৎই তাঁর গাড়ির একটি চাকা ফেটে যায়। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। বেসামাল হয়ে রাস্তার পাশে একটি বাড়িতে তারপর পাশের একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় মাথায় গভীর চোট লাগে তাঁর। যদিও গাড়ির চালকের বিশেষ চোট লাগেনি বলে জানা গেছে। ঘটনায় শোকপ্রকাশ করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “এত বছর ধরে কঠোর পরিশ্রম করার পর কেউ যখন সেই পরিশ্রমের ফল পাচ্ছে সেই সময়ে এই রকম একটি দুর্ঘটনা ভীষণই কষ্টদায়ক। এমনটা হওয়ার কথা ছিল না। তাঁর আত্মার শান্তি কামনা করি ও তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।” কর্ণাটকের মাইসোরের “কর্ণাটক পুলিশ অ্যাকাডেমি”তে ৪ সপ্তাহের ট্রেনিং সদ্য শেষ করেছিলেন হর্ষ বর্ধন। হাসানের হলেনারাসিপুরে এএসপি পদে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।